সিলেটমঙ্গলবার , ১০ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষামন্ত্রীর ছাগলতত্ত্ব

Ruhul Amin
জানুয়ারি ১০, ২০১৭ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: প্রথম শ্রেণির ‘আমার বই’য়ে গাছে ওঠে ছাগলের আম খাওয়ার ছবির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘ছাগল গাছের দিকে হা করে কেন তাকিয়ে আছে, বা কেন এই ছবি দেয়া হল সেটি বুঝতে হবে।’

মঙ্গলবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ছাগল নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

নাহিদ বলেন, ‘এটি ছোটদের বই। এখানে অনেক কিছুই দেয়া হতে পারে। তবে কেন ছাগলকে নির্বাচন করা হল সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘মজা দেয়ার জন্য ছবিটি দেয়া হয়েছে, নাকি বিভ্রান্ত সৃষ্টির জন্য দেয়া হয়েছে তা খতিয়ে দেখতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘ছাগল গাছের দিকে তাকিয়ে আম খুঁজছে, নাকি আম খাওয়ার আক্ষেপ করছে সেটিও দেখার বিষয়। তবে শিশুদের বইয়ে এ রকম ছবি দেয়াকে তিনি গুরুতর অপরাধের মধ্য নেয়ার পক্ষে নন।’

তবে ছাগলের আম খাওয়ানোর চেষ্টা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব ছবি ছড়িয়ে পড়েছে সেগুলো অতিরঞ্জিত করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

প্রথম শ্রেণির ‘আমার বইয়ের’ সাত নম্বর পাতায় দেখা যায়, অ-তে অজ লিখে ছাগলকে গাছে চড়িয়ে আম খাওয়ানোর চেষ্টা করানো হচ্ছে। এ নিয়ে সারাদেশে তুমুল বিতর্ক সৃষ্টি হয়।’ এছাড়া বিভিন্ন বইয়ের বেশ কিছু ভুল নিয়ে সারাদেশে বিতর্ক শুরু হয়। এসব বিতর্কের মধ্য আজ জরুরি সংবাদ সম্মেলন ডাকেন শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে পাঠ্যপুস্তকে ভুলের দায় নিজের কাঁধে তুলে নিয়ে এর সঙ্গে কোনো চক্রান্তকারী থাকলে তাকে ছাড় দেয়া হবে না জানান মন্ত্রী। এছাড়া ভুলের প্রচার বেশি না করতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব রুহী রহমান, অতিরিক্ত সচিব মুফাদ আহমাদ চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ওয়াহিদুজ্জামান প্রমুখ।–ঢাকাটাইমস