সিলেটমঙ্গলবার , ১০ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইমাম সমিতির তেলাওয়াৎ সম্মেলন ২৬, ২৭ জানুয়ারী

Ruhul Amin
জানুয়ারি ১০, ২০১৭ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার উদ্দোগে আগামী ২৬, ২৭ জানুয়ারী তেলাওয়াৎ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত সম্মেলন সফল করার লক্ষ্যে দাওয়াতী প্রতিনিধি দল নগরীর বিভিন্ন মাদরাসা সফর অব্যাহত রয়েছে। তবে এই সম্মেলন নিয়ে নানাজনে নানা কথা গুঞ্জরিত হচ্ছে বলে জানাগেছে।
যদিও গত ৯ জানুয়ারী সিলেটের ঐতিহ্যবাহী দরগাহ মাদরাসার সদরুল মুদারিরস ও শায়খুল হাদীস আল্লামা মুহিববুল হক গাছবাড়ী, নাইবে মুহতামিম হাফিজ মাওলানা আসাদ উদ্দিন, সিনিয়র মুহাদ্দিস মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী ও মাওলানা হেলাল আহমদ হায়দরির উপস্থিতিতে দরগাহ মাদরাসায় ছাত্র-শিক্ষক সবাইকে দাওয়াত দেন ইমাম সমিতির দাওয়াতি কাফেলা।
সিলেট সরকারি আলিয়া মাদরাসা মায়দানে অনুষ্ঠিতব্য বিশ্বসেরা হাফিজ, ক্বারীদের তেলাওয়াৎ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নগরীর মদিনাতুল উলূম খাসদবির মাদরাসা,শহরতলীর টুকেরবাজারস্থ আবু বকর সিদ্দিক মাদরাসায় মতবিনিময় সভায় মিলিত হন।
আবুবকর মাদরাসায় মুহতামিম হাফিজ মাওলানা আশিকুর রহমান এর সভাপতিত্বে ও মাওলানা মিছবাহুজ্জামান এর পরিচালনায় ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষক হাফিজ ইয়াকুব, হাফিজ সাইদুর রহমান, হাফিজ মাওলানা উবায়দুল্লাহ, হাফিজ মাহদী হাসান ও হাফিজ জসিম উদ্দিন। দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জামেয়া ইসলামিয়া পাঠানটুলা কামিল মাদরাসায় যান ইমাম সমিতির প্রতিনিধি দল। জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুল্লাহ বাহার ইমাম নেতৃবৃন্দকে স্বাগত জানান। বিশ্বসেরা হাফিজ, কারী সম্মেলন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন জামোর শায়খুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী, মাওলানা আব্দুর রহমান, মুফতী মাহবুবুর রহমান, গভর্নিং বডির সদস্য আব্দুস শাকুর, মাওলানা কমর উদ্দিন ও মাওলানা দেলওয়ার হুসাইন। বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও জামেয়ার মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমানকে ইমাম নেতৃবৃন্দ দাওয়াত দিতে গেলে তিনি পবিত্র কুরআন মজিদ তেলাওয়াত সম্মেলনের সফলতা কামনা করেন ও এরূপ উদ্যোগের জন্য ইমাম সমিতিকে ধন্যবাদ জানান।
ইমাম সমিতির নেতৃবৃন্দ জামেয়া হুসাইনয়া নয়াসড়ক মাদরাসায় গিয়ে মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মুজিবুর রহমান, মুহাদ্দিস মাওলানা হুসাইন আহমদ, মুফতী জুবাইর আহমদ, শিক্ষা সচিব মাওলানা শায়খুল ইসলাম, সহকারী শিক্ষক মাওলানা শিব্বির আহমদ সহ অন্যান্য শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এদিকে নগরীর ঝেরঝেরিপাড়া জামেয়া হুসাইনিয়া মাদরাসা, শায়খুল ইসলাম ইন্টারন্যাশনাল মাদরাসা শিক্ষকবৃন্দ ও জামেয়া মাহমুদিয়া সুবহানীঘাট মাদরাসার মুহতামিম বরণ্য আলেম মাওলানা শফীকুল হক আমকুনির সাথে ইমাম নেতৃবৃন্দ দাওয়াতী কাজে মিলিত হন। দাওয়াতী কাফেলায় ছিলেন মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সহ সভাপতি মাওলানা আহমদ হুসেইন, জয়েন্ট সেক্রেটারী হাফিজ মাওলানা ছুহাইব আহমদ, কোষাধ্যক্ষ শায়খুল কুররা কারী শহীদ আহমদ, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ।
এদিকে, জামায়াতে ইসলামী সর্মথিত বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সহায়তায় এই অনুষ্ঠান হচ্ছে এমন অভিযোগ থাকলেও ইমাম সমিতির নেতৃবৃন্দ তা অস্বীকার করে আসছেন।