সিলেটবুধবার , ১১ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমায় প্রবাসীদের অর্থায়নে রাস্তার কাজের উদ্বোধন

Ruhul Amin
জানুয়ারি ১১, ২০১৭ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মো. ইমাদ উদ্দিন নাসিরী বলেছেন, প্রবাসীরা এদেশের গর্বিত সন্তান। দেশের প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে তাদের অবদান অপরিসীম। দেশ মার্তৃকার কল্যাণে তাদের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে। মির্জানগর-মানিকপুর বাসীর জীবনযাত্রার মান উন্নয়নে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন প্রবাসীরা।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে দাউদপুর ইউনিয়নের মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিমা প্রবাসী ইন্টারন্যাশনাল গ্রুপের অর্থায়নে ২য় দফায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশিষ্ট মুরব্বী গিয়াস উদ্দিন আছকির আলীর সভাপতিত্বে ও মিমা প্রবাসী গ্রুপের বাংলাদেশ কমিটির সেক্রেটারী রোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম খলিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আতাউর রহমান লিলু মিয়া, হিউম্যান রাইটস ওয়াচ অব বাংলাদেশের চেয়ারম্যান দেলওয়ার হোসেন খান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, রেঙ্গা হাজীগঞ্জবাজার ইকবাল অ্যাকাডেমির পরিচালক দেলওয়ার হোসেন, ফ্রান্স ওভার ভিলা জামে মসজিদের ইমাম ও খতিব মৌলভী পীর শেখ আব্দুস শহীদ, বিশিষ্ট মুরব্বী মাষ্টার নুরুল ইসলাম, ময়না মিয়া, জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক যুব সংগঠক শাহীন আহমদ, যুক্তরাজ্য প্রবাসী তাজ উদ্দিন। মিমা প্রবাসী গ্রুপ বাংলাদেশের ক্যাশিয়ার মাওলানা খসরুজ্জামানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রুপের ক্যাশিয়ার শাহ নেওয়াজ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিমা প্রবাসী গ্রুপের সহ সভাপতি নূর উদ্দিন, বাংলাদেশ কমিটি সভাপতি ফখর উদ্দিন, সহ- সভাপতি মাষ্টার রায়হানুল ইসলাম, দুলাল আহমদ, ক্যাশিয়ার আব্দুস শহীদ সহির, শাহাব উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ রাস্তার কাজের উদ্বোধন করেন।
উল্লেখ্য, প্রবাসীদের অর্থায়নে গত বছর ২৭ লক্ষ টাকা ব্যয়ে ২টি কালভার্ট সহ অর্ধেক রাস্তা নির্মাণ করা হয়। রাস্তার বাকী অংশ ২য় দফায় ১৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়েছে।