সিলেটবৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জমিয়ত,মজলিশসহ আরো ৮ দলকে ডেকেছেন প্রেসিডেন্ট

Ruhul Amin
জানুয়ারি ১২, ২০১৭ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে আলোচনার জন্য পঞ্চম দফায় আরও আটটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। দলগুলো হলো-জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, গণফ্রন্ট, খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)। বৃহস্পতিবার প্রেসিডেন্টর প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের জানিয়েছেন, আমন্ত্রিত দলগুলোর সঙ্গে ১৬ ও ১৭ তারিখ আলোচনা করবেন প্রেসিডেন্ট। এ পর্যন্ত ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন প্রেসিডেন্ট। সর্বশেষ বুধবার আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে। এর পর যে কমিশন আসবে তার অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ১৮ নভেম্বর শুক্রবার সর্বপ্রথম নির্বাচন কমিশন গঠন নিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দেয় সংসদের বাইরে থাকা বিএনপি। ওই দিন দলটির প্রধান খালেদা জিয়া সংলাপের উদ্যোগ নিতে রাষ্ট্রপতিকে আহ্বান জানান। ২০১৬ সালের ১২ ডিসেম্বর বিএনপিসহ ৫টি রাজনৈতিক দলকে ইসি গঠন ইস্যুতে আলোচনার জন্য বঙ্গভবনে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এদিকে নিবন্ধন স্থগিত থাকা জামায়াতে ইসলামী রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও সাড়া পায়নি।