সিলেট রিপোর্ট: প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীদের ছবি বিকৃতি, আপত্তিকর পোস্ট প্রদান ও শেয়ার করার দায়ে র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল এক যুবককে গ্রেফতার করেছে। যুবকের নাম মো. রশিদ মিয়া সুমন (৩৯)। তিনি সিলেট নগরীর ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডহর এলাকার মো. আমিনুল রশিদের ছেলে।
বৃহস্পতিবার সকাল ৯ টায় র্যাবের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পরে র্যাব তাকে কোতোয়ালি থানায় প্রেরণ করে। সেখানে একটি মামলা দায়েরের মাধ্যমে (মামলা নম্বর-০৬) তাকে আদালতে নেওয়া হয়।
আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ মামলা দায়ের ও কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে র্যাবের জিজ্ঞাসাবাদে সুমন জানান, তার ব্যবহারকৃত ফেসবুক অ্যাকাউন্টে নিয়মিতভাবে সে বিকৃত ছবি পোস্ট ও শেয়ার করে আসছিল। সরকার প্রধান, মন্ত্রীদের বিকৃত ছবি ও সরকারি কার্যক্রম বিকৃত করে ফেসবুকে ছবি আপলোড করছিল।