সিলেটশনিবার , ১৪ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দলীয় পদ ছাড়ার ঘোষণা দিলেন শেখ হাসিনা !

Ruhul Amin
জানুয়ারি ১৪, ২০১৭ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  আবারও দলের নেতৃত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনের পর তিনি আর দলের নেতৃত্বে থাকতে চান না বলে আভাস দিয়েছেন। নতুন নেতৃত্ব নির্বাচনে নেতাদের নির্দেশ দিয়েছেন তিনি। তবে দলের শীর্ষ নেতারা তা মানতে পারেননি। তারা আজীবন দলকে নেতৃত্ব দিতে শেখ হাসিনার প্রতি অনুরোধ জানিয়েছেন।

নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আগামী নির্বাচনের পরে আমার দায়িত্ব শেষ। আমি তো অনেকদূর নিয়ে গিয়েছি। আমি আর পারবো না। আমার বয়স হয়েছে। আমি তো ডিজিটাল লিডারশিপ তৈরি করলাম। আমি এনালগ চালাইলাম। তোমরা ডিজিটাল চালিয়ে নাও।’

শনিবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আসেন। সেখানে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘরোয়া আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।বৈঠকে উপস্থিত একাধিক কেন্দ্রীয় নেতা ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা যায়, শেখ হাসিনা নেতৃত্ব ছাড়ার ইঙ্গিত দিলেও উপস্থিত নেতারা তা মানতে পারেননি। বৈঠকে উপস্থিত দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন নেত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি হলেন এ দলের ইঞ্জিন। ইঞ্জিন ছাড়া বগি যতই লাগান, বগি চলবে না।’ এ সময় আরেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, ‘এই দলের জন্যে আপনি অপরিহার্য। আপনার জীবদ্দশায় আপনাকে ছাড়া দল চলবে সেটা আমরা ভাবতে পারি না।’

বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর শেখ হাসিনার দেশে ফেরার আগেই তাকে দলের সভাপতি নির্বাচন করেছিল আওয়ামী লীগ। ১৯৮১ সালে দেশে ফিরে অসংগঠিত দলকে সংগঠিত করে রাষ্ট্রক্ষমতায় ফিরিয়ে এনেছেন বঙ্গবন্ধু কন্যা। কিন্তু ইদানীং শেখ হাসিনা বলছেন, তিনি ক্লান্ত। সরকার পরিচালনা করে দলে দূর থেকে উপদেষ্টা হিসেবে থাকতে চান। প্রথমে গত ২ অক্টোবর জাতিসংঘ সফর থেকে ফিরে গণভবনে সংবাদ সম্মেলনে প্রথম দলের দায়িত্ব থেকে সরে যাওয়ার আগ্রহের কথা জানান প্রধানমন্ত্রী।  এরপর দলের কার্যনির্বাহী পরিষদের পরিষদের বৈঠকে আবারও আওয়ামী লীগে সভাপতির পদ থেকে সরে যাওয়ার আগ্রহের কথা বলেন শেখ হাসিনা। তবে দলে শেখ হাসিনার বিকল্প হিসেবে এখনো কাউকে দেখছেন না আওয়ামী লীগের নীতি-নির্ধারকেরা। তারা চান, যতদিন বেঁচে আছেন বঙ্গবন্ধু কন্যাই দলকে নেতৃত্ব দিয়ে যাবেন।

শনিবার প্রধানমন্ত্রী ধানমন্ডি যান দলের নতুন কার্যালয় দেখতে। কার্যালয় ঘুরে দেখে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘরোয়া আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী।

দলের নেতাদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বিভিন্ন বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির চলমান সংলাপের প্রসঙ্গও আসে। নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগসহ বেশির ভাগ দল আইন প্রণয়নের দাবি করলেও তা এখনই সম্ভব নয় বলে জানান শেখ হাসিনা। বলেন, আইন সহজ বিষয় নয়। আইন করতে গেলে সবার সঙ্গে আলোচনা করতে হবে, বসতে হবে। চাইলেই আইন করা সম্ভব নয়।

বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলী, সম্পাদকমণ্ডলী পদমর্যাদার একাধিক নেতা ঢাকাটাইমসকে জানান, বৈঠকে সৈয়দ আবুল মকসুদের একটি কলামের প্রসঙ্গ আসে। সেখানে দুই নেত্রী একসঙ্গে বসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে বলে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রী এর সমালোচনা করে বলেন, ‘যে মানুষ পুড়িয়ে মেরেছে, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আমাকে ও আমার দলের নেতাদের নিশ্চিহ্ন করতে চেয়েছে, যার ছেলে মারা যাওয়ার পর আমি গেলে বাড়ির গেইট লাগিয়ে দিয়েছে তার সঙ্গে আমি সংলাপে বসবো কিভাবে। এটা আমার দ্বারা সম্ভব নয়। যারা এসব কথা বলেন তারা কি এগুলো জানেন না?’

সুশীল সমাজের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘ওই সময় এসব বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিরা কোথায় ছিলেন। যারা আজকে বিএনপির নেত্রী খালেদা জিয়ার সঙ্গে আমাকে বসার দাবি তুলছেন।’

শেখ হাসিনা বলেন, ‘সেই সময়ে তারা (সুশীলরা) তো কোনো কথা বলেননি।’ তিনি বলেন, ‘তাছাড়া বিএনপিকে বাঁচানোর দায়িত্ব তো আমার না। তারা যদি গণতন্ত্রে বিশ্বাস করে, নির্বাচনে আস্থা রাখে তাহলে তারা নির্বাচন করবে। আমি তাদের সঙ্গে সংলাপ করে নির্বাচনে আনতে পারবো না।’

বৈঠকে প্রধানমন্ত্রী রবিবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিতে সুইজারল্যান্ড যাওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ‘এর আগে এই ফোরামে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হতো না। এবারই প্রথম আমন্ত্রিত বাংলাদেশ। এটা সরকারের সফলতার প্রমাণ করে।’

শেখ হাসিনা ঘণ্টাখানেক ধানমন্ডির কার্যালয়ে অবস্থান করেন। সেখানে কেন্দ্রীয় নেতা ছাড়াও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। এই সময় সেখানে সবার সঙ্গে একত্রিত হয়ে বিকালের নাস্তা করেন প্রধানমন্ত্রী। নাস্তার মেনুতে ছিল সন্দেশ, নিমকি, ঝাল মুড়ি ও চা। এ সময় নেতাকর্মীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মজাও করেন দলীয় প্রধান।image-16385-1484409657