সিলেটরবিবার , ১৫ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের নিয়ে বাণিজ্য!

Ruhul Amin
জানুয়ারি ১৫, ২০১৭ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:  কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সিন্ডিকেটের বিরুদ্ধে। সিন্ডিকেটগুলো রোহিঙ্গাদের অনুপ্রবেশের পর থেকে ক্যাম্পে পৌঁছানো পর্যন্ত বিপুল পরিমাণে টাকা হাতিয়ে নিচ্ছে। আর এই সিন্ডিকেটগুলোর আড়ালে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা রয়েছেন বলেও অভিযোগ উঠেছে। তবে তাদের বিরুদ্ধে স্থানীয় পুলিশ বা প্রশাসনকে কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) তথ্য অনুযায়ী, নতুন করে প্রায় ৬৫ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কক্সবাজারে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢোকার মুখেই তাদের টাকা গুনতে হয়। বাংলাদেশে ঢোকার পর তাদের সঙ্গে থাকা গবাদি পশু ও মূল্যবান জিনিসপত্র ভয়ভীতি দেখিয়ে কমমূল্যে কিনে নেওয়ার ঘটনাও ঘটে। এছাড়া, ক্যাম্পে আশ্রয় দেওয়ার নামে আবাসন ভাড়া হিসেবেও এই সিন্ডিকেট বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

গত এক সপ্তাহ ধরে এমনই কয়েকটি রোহিঙ্গা পরিবারের সঙ্গে কথা বলেছেন বাংলা ট্রিবিউনের এই প্রতিবেদক। উখিয়ার সোনারপাড়া এলাকায় থাকেন রোহিঙ্গা আবুল বশর (৩৫)। তিনি বলেন, ‘সপ্তাহ দুয়েক আগে উখিয়ার পালংখালী ইউনিয়নের লম্বাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে আসি। আমরা ছয় জন ছিলাম। বাংলাদেশে ঢোকার সময় প্রত্যেকের জন্য এক হাজার টাকা করে দিতে হয়েছে। আমার একলাখ টাকা মূল্যের তিনটি গরু এক বাংলাদেশির কাছে মাত্র ৩০ হাজার টাকায় বিক্রি করতে বাধ্য হয়েছি।’

কক্সবাজারের কলাতলী এলাকায় আশ্রয় নিয়েছেন সিন্ডিকেটের শিকার আরেক রোহিঙ্গা নারী হাজেরা বেগম। এক সপ্তাহ আগে দুই ছেলে ও চার মেয়েকে নিয়ে ভাই শফি আলমের সঙ্গে তিনি বাংলাদেশে আসেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমার সহায়-সম্বল বলতে ছিল দেড় ভরি সোনার গহনা। এর দাম প্রায় ৬০ হাজার টাকা। কিন্তু এখানে এসেই এক মুদি দোকানে মাত্র ১৫ হাজার টাকায় সেগুলো বিক্রি করতে বাধ্য হয়েছি।’

যাদের বিরুদ্ধে বাণিজ্যের অভিযোগ উঠেছে, তাদের একজন বালুখালী এলাকার শামশুল আলম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোহিঙ্গারা অভাবের কারণে তাদের সঙ্গে নিয়ে আসা জিনিসপত্র বিক্রি করে

রোহিঙ্গাদের নিয়ে বাণিজ্যের সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে উখিয়ার পালংখালী ইউনিয়নের ইউপি সদস্য নুরুল আবছারের বিরুদ্ধেও। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে প্রায় ৮০টি রোহিঙ্গা পরিবারকে নিয়ে নতুন বস্তি তৈরি করেছেন। আর  এই বস্তিতে আশ্রয় দেওয়ার নামে রোহিঙ্গাদের কাছ থেকে আদায় করছেন ভাড়া। তবে, এই অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের কষ্টের কথা চিন্তা করে এই বস্তি তৈরিতে সহায়তা করেছি।’

নতুন করে গড়ে ওঠা এই রোহিঙ্গা বস্তি উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখেও পড়েছে স্থানীয় বন বিভাগ। বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উখিয়া বালুখালীর পাহাড়ি এলাকার বনভূমি দখল করে নতুন একটি বস্তি গড়ে তোলার খবর পেয়ে আমরা অভিযানে যাই। সেখানে বাধার মুখে উচ্ছেদ অভিযান শেষ করে ফেরার পরপরই নতুন করে বস্তি তোলা হয়।’

নতুন বস্তির কারণে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা করেছেন পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. গফুর উল্লাহ। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ রাখা জরুরি ছিল। কিন্তু প্রশাসন সেই ব্যবস্থা না নেওয়ায় এখন রোহিঙ্গারা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। এতে আরও বেশি রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে।’

উখিয়ার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রোহিঙ্গাদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা পুনর্বাসন করছেন, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।’

এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসন ও প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্তর্জাতিকভাবে শরণার্থীদের একটি নির্দিষ্ট জায়গায় রাখার নিয়ম আছে। কিন্তু এখানে সেই নিয়ম মানা হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়া প্রয়োজন।’

রোহিঙ্গাদের কেন্দ্র করে গড়ে ওঠা সিন্ডিকেট প্রসঙ্গে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথম প্রথম এ নিয়ে অভিযোগ পেয়েছি। কিন্তু এখন আর এমন ঘটনা ঘটছে না।’ তবে অবৈধভাবে বস্তি গড়ে ওঠার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘অবৈধ বনভূমি দখল করে ঝুপড়ি ঘর তৈরি আবাসনের নামে ভাড়া আদায়ের কথা শুনেছি। সম্প্রতি বনবিভাগও এসব জায়গায় উচ্ছেদ অভিযান সফলভাবে চালাতে পারেনি। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।’

-বাংলা ট্রিবিউনের সৌজন্যে