সিলেটবৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক লাল মিয়ার মুক্তির দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন

Ruhul Amin
জানুয়ারি ১৯, ২০১৭ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

16176235_1786846408303705_1208341220_nকামরুল ইসলাম মাহি :
জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়াকে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যােগে ১৮ জানুয়ারী বুধবার জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি সোহেল অাহমদ খান টুনুর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাপ্তাহিক সুরমা এক্সপ্রেস পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী অলি উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি অাবুল ফজল, অাব্দুল হক কামালী, বদরুল ইসলাম খান, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, ফয়জুল হক, অাবদাল মিয়া, অাফরোজ অালী, শাহিন মিয়া সুমন, সাংবাদিক বিপ্লব, দ্বিপক কুমার দেব, জেপি নিউজ ২৪ ডটকমের সম্পাদক রাশিদ অাহমদ চৌধুরী মুরাদ, অাক্তার অালম শিপারসহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জগন্নাথপুর প্রেসক্লাবের তিন বারের নির্বাচিত সভাপতি বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা শাখার নির্বাচিত সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়াকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া জগন্নাথপুর উপজেলায় ২যুগ ধরে একজন সৎ সাহসী ও প্রতিবাদী সাংবাদিক হিসেবে সাংবাদিকতা করে অাসছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি অসহায় মানুষের পক্ষে তাদের ন্যায্য অধিকার ফিরেয়ে দিতে অাইনি সহায়তাসহ বিভিন্নক্ষেত্রে সহযোগীতা করে অাসছেন।
একটি মহল সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির নামে মিথ্যা মামলা করে, অার থানাপুলিশও তাকে ওই চাঁদাবাজির মিথ্যা মামলায় গ্রেফতার করেছে, অথচ মামলায় বর্ণিত চাঁদা দাবির দিনে তিনি কলকলিয়া বাজারে একটি মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যা এলাকার শতাধিক মানুষ স্বাক্ষী।
বক্তারা অবিলম্বে সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার নিঃশর্তে মুক্তির দাবি জানান।