সিলেটসোমবার , ২৩ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘বাংলা একাডেমির পুরস্কারের জন্য তদবির হয়’

Ruhul Amin
জানুয়ারি ২৩, ২০১৭ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
বাংলা একাডেমি পুরস্কার পাওয়ার জন্য তদবির করা হয় বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।

শুধু তাই নয়, ‘পুরস্কার পেতে অনেক সময় টাকাও দেওয়া হয়’ বলে জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর আইএফআইসি ব্যাংক ভবনের আইএফআইসি সাহিত্য পুরস্কার-২০১৫ অনুষ্ঠানে এসব বলেন শামসুজ্জামান খান।

বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, বাংলা একাডেমি পুরস্কার পাবার জন্য প্রচুর তদবির হয়। একদিন এক জন এসে আমাকে বলেন, ভাই আমাকে এবারের পুরস্কারটা দেওয়া যায় কি না। আমি বললাম সেটাতো আর আমার হাতে নয়।

তিনি বললেন ঠিক আছে তাহলে এই সিভিটা রেখে গেলাম। পরে সিভি খুলে দেখি সেটার ভেতরে দশ হাজার টাকা।

শামসুজ্জামান খান বলেন, আগামীতে বাংলা একাডেমি পুরুস্কার পেতে কেউ যেন কোনো তদবির না করতে পারে সেদিকে খেয়াল রাখা হবে। তদবিরের দিন শেষ।

অনুষ্ঠানে সৃজনশীল সাহিত্যের স্বীকৃতি স্বরূপ আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১৫ দেওয়া হয় ‘ম- বর্ণের শোভিত মুকুট’ গ্রন্থেরজন্য কবি অসীম সাহাকে এবং ‘তলকুঠুরির গান’ গ্রন্থের জন্য ওয়াসি আহমেদকে। পুরস্কার হিসেবে প্রত্যেককে ৫ লাখ টাকা দেওয়া হয়।

এছাড়া আইএফআইসি ব্যাংকের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে আজীবন সম্মাননা  হিসেবে ৪০ লাখ টাকা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও বিশিষ্ট কবি কামালচৌধুরী, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এ সারওয়ারসহ ব্যাংকের কর্মকর্তারা-কর্মচারীরা।–ঢাকাটাইমস