সিলেটমঙ্গলবার , ২৪ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ছাত্র জমিয়তের প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী অনুষ্ঠিত

Ruhul Amin
জানুয়ারি ২৪, ২০১৭ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ছাত্র জমিয়ত বাংলাদেশ এর ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী (রজত জয়ন্তী) উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার (২৪ জানুয়ারী ) সিলেট নগরীতে স্মরণ কালের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। বেলা আড়াইটায় ওসমানী শিশুপার্কের সামন থেকে র‌্যালী শুরু হয়ে কাজিরবাজার হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্রায় এসে শেষ হয়। সিলেট জেলা ছাত্র জমিয়ত সভাপতি সাইফুর রহমানের সভাপতিত্ব এবং সেক্রেটারী আব্দুল হামিদ খান, ইমরান আহমদ ও প্রশিক্ষণ সম্পাদক হাফিজ ফরহাদ আহমদের যৌথ পরিচালানায় ছাত্র জমিয়তের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী র‌্যালী পরবর্তী সভায় বক্তারা বলেন, সন্ত্রাস নয়, সম্প্রীতি ছাত্র জমিয়তের মূলনীতির শ্লোগান নিয়ে ১৯৯২ সালের ২৪ জানুয়ারী থেকে ছাত্র জমিয়ত বাংলাদেশের যাত্রা শুরু হয়। অবৈধ দখল, টেন্ডার, শিক্ষা বাণিজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে লড়ে পা পা করে ছাত্রসংগঠনটি অতিক্রম করেছে এ পর্যন্ত ২৫ বছর। দীর্ঘ পথ আস্থা ও নিষ্ঠার সাথে অতিক্রম করেছে সংগঠনটি। দেশবাসীর কাছে তা আজ পরিণত হয়েছে আস্থার একমাত্র ছাত্রসংগঠনে। দেশব্যাপী আদর্শ ছাত্রদের একমাত্র বিচরণ স্থলে।
র‌্যালীতে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারী সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিলেট মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, জেলা জমিয়তের সেক্রেটারী মাওলানা আতাউর রহমান, জমিযতের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয়  সেক্রেটারী মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মালিক কাসেমী, মাওলানা রশীদ আহমদ বিশ্বনাথী, মাওলানা নজরুল ইসলাম,সাবেক কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, সাবেক সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ, মাওলানা আলী নূর, জেলা ছাত্রজমিয়তের সাবেক সহ সভাপতি মুখতার হোসাইন, জেলার সাবেক সেক্রেটারী মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, সাবেক কেন্দ্রিয় নেতা আখতারুজ্জামান, সাবেক মহানগর সেক্রেটারী খলিলুর রহমান, সিলেট জেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি লুৎফুর রহমান, এমাদ উদ্দিন ছালিম, রেজাউল করিম রাজু, সাবেক সহ সভাপতি মাসুদ আজহার, সাংগঠনিক সম্পাদক হাফিজ ফয়েজ উদ্দিন, যুব জমিয়ত সিলেট জেলা সভাপতি মাওলানা ওলিউর রহমান, সেক্রেটারী মোহাম্মদ আলী, সহ সেক্রেটারী আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, সিলেট মহানগর যুব জমিয়তের সহসভাপতি সৈয়দ উবায়দুর রহমান, সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি বাহা উদ্দিন বাহার, সহ সভাপতি শিব্বির আহমদ রাজি, লুকমান হাকিম, ইয়াহয়া হামিদী,আব্দুল ওয়াদুদ বাবর, ছাত্র নেতা এম বেলাল আহমদ চৌধুরী, মুজাহিদুল ইসলাম, মনসুর বিন সালেহ, আব্দুল কাইয়ুম, মারুফুল হাসান, জামাল উদ্দিন, গিয়াস উদ্দিন, হাফিজ আব্দুল্লাহ, জাহেদ আহমদ ফয়সল, সাবেক ছাত্র নেতা মাওলানা আব্দুল হালিম সাতবাকি,মিজান আহমদ, মাওলানা রশিদ, খালেদ আহমদ, মাওলানা আতিকুর রহমান নগরী, ছাত্র জমিয়ত এমসি কলেজ সভাপতি হোসাইন আহমদ, হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রায় ১ কি:মি: এলাকা জুড়ে বিস্তৃত র‌্যালীতে সাদা-কালো দলীয় পতাকাসহ জাতীয় পতাকা হাতে প্রায় ২ হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ,  ছাত্র জমিয়তকে দেশের আর্দশ বাহী একটি সংগঠন হিসেবে প্রমান করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।