সিলেটশুক্রবার , ২৭ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘সাংবাদিক নির্যাতন করে না পুলিশ, মাঝে মাঝে ধাক্কাধাক্কি লেগে যায়’

Ruhul Amin
জানুয়ারি ২৭, ২০১৭ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি বলেছেন, ‘সাংবাদিক নির্যাতন করে না পুলিশ। মাঝে মাঝে ধাক্কাধাক্কি লেগে যায়।’ তিনি শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শমসেরনগরে ঐতিহাসিক রেজা শাহ পাহলভী তোরণের পুনঃনির্মাণ ও সংস্কার কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

নির্বাচন কমিশনের সার্চ কমিটি নিয়ে বিএনপির আপত্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি আপত্তি ছাড়া কোন বিষয় মেনে নেয় না। আপত্তি করা তাঁদের রাজনৈতিক প্রক্রিয়া। সময়মতো তাঁরা নির্বাচনেও যাবে।’

এর আগে শমসেরনগর এ এটি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০০১ ব্যাচের শিক্ষার্থীরা স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছ জানান। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাদার্স পার্টি সেন্টারে প্রাক্তন ছাত্র পরিষদ, শমসেরনগর ও মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন কমিটি ঢাকার উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরপদারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সংবর্ধনা সভায় যোগ দেন। এখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক প্রমুখ। অনুষ্ঠানে ১৫ জন বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট প্রদান করা হয়।