সিলেটশনিবার , ২৮ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মুসলিম বিমানবালাকে লাথি

Ruhul Amin
জানুয়ারি ২৮, ২০১৭ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব পরায় হেনস্থা হতে হলো এক মার্কিন নারী বিমানবালাকে। বুধবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরে ডেল্টা এয়ারলাইন্সের নারী বিমানবালা রাবেয়া খান নিয়ম মাফিক অফিসে বসে ছিলেন। হঠাৎই তার ওপর চড়াও হয় বছর ৫৭ বপছর বয়সের রবিন রোডস।
জানা গেছে, প্রথমে রবিন দরজায় ধাক্কা দিতে থাকে। আর চিৎকার করে বলতে থাকে, ‘‌আপনি কি ঘুমোচ্ছেন? আপনি কি প্রার্থনা করছেন?‌ কী করছেন ভিতরে বসে?‌’‌ এই প্রশ্নের সঙ্গে সঙ্গেই চলতে থাকে দরজায় ধাক্কা মারা। এমন সময় রাবেয়া রবিনকে প্রশ্ন করেন, ‘‌আমি কী করেছি?’‌

এর জবাবে রবিন বলেন, ‘‌কিছুই না, তবু আপনাকে আমি লাথি মারব’‌। বলেই রাবেয়ার পিছনের পায়ে সজোরে লাথি মারে সে। বেশ কয়েকটা লাথি দিয়ে দেওয়ার পর রাবেয়া যাতে পালাতে না পারে, সেই জন্য সে রাস্তাও আটকে রাখে।
আর এ সময় রবিন চিৎকার করে বলতে থাকে ‘‌সাবধান মুসলিমরা, সাবধান আইএসআইএস। এখন ক্ষমতায় রয়েছেন ট্রাম্প। জঙ্গিদের হাতে থেকে মুক্তি দিতে তিনিই যথেষ্ট। জার্মানি, ফ্রান্স বা বেলজিয়ামে গিয়ে থাকবেন এরা। আমেরিকায় নয়।’‌
যদিও গোটা ঘটনার পরপরই গ্রেফতার করা হয় রবিনকে। একাধিক ধারায় মামলাও দায়ের করা হয় তার বিরুদ্ধে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, গোটা ঘটনাই লজ্জার। তদন্ত করা হবে, শাস্তি পাবেন অভিযুক্ত।