সিলেটরবিবার , ২৯ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘ট্রাম্প ইসলাম বিদ্বেষী নন’ : মাওলানা ফরিদ মাসউদ

Ruhul Amin
জানুয়ারি ২৯, ২০১৭ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি: মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচিত ও সমালোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ ইসলাম বিদ্বেষী নন’বলে আখ্যায়িত করেছেন শোলাকিয়ার ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। মাওলানা ফরিদের মতে, ট্রাম্প ইসলাম বিদ্বেষী নয় বরং ইসলামের প্রতি তার ভুল ধারনা।’
বাংলাদেশ কন্সুলেট জেনারেল, নিউইয়র্ক কর্তৃক আয়োজিত “সন্ত্রাসবাদ বিরোধী এক আলোচনা সভায়”  মাওলানা মাসউদ প্রশ্নোত্তর পর্যায়ে উপরোল্লিখিত কথাটি বলেন। মুখ্য আলোচকের বক্তৃতায় তিনি বলেন, ট্রাম্প মুসলমানদের সম্মন্ধে যা বলেছেন বা যা করছেন তা গুটি কয়েকে বিপথগামী সন্ত্রাসীদের কর্মকান্ডের কারনেই বলছেন বা করছেন, যেটির জন্য আমরা মুসলমানরাই দায়ী। গত শুক্রবার (২৭শে জানুয়ারী) সন্ধ্যায় আমেরিকায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে এন্ট্রি টেরোজিজম এওয়ারন্যাস ইউনিট প্রধান ইমাম কাজী কায়্যূম ও বদরপুর দরবার শরীফের পীরে তরীকত আল্লামা ড: সায়্যিদ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানীও উপস্থিত ছিলেন। মাসূদ ইসলামের আলোকে সন্ত্রাসবাদের বিপক্ষে একটি ফতোয়ার বইও রচনা করেন, যা দেশে বিদেশে প্রচুর সমাদৃত।
সুত্র মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের সাথে বাংলাদেশী এই আলেমের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। কিছু দিন আগে ফরিদ মামউদের ঘনিষ্ট জনেরা ট্রাম্পের পক্ষ থেকে আমন্ত্রনের বিষয়টি নিশ্চিত করেছিলেন। সেমতে এই সফরে ডোনাল্ড জে ট্রাম্পের সাক্ষাত পেতে পারেন মাওলানা মাসউদ।  তার সফর সঙ্গিহিসেবে রয়েছেন মাওলানা সদরুদ্দীন মাকনুন,  ব্যারিস্টার জুনুদ উদ্দীন মাকতুম ও  মাওলানা আরীফ উদ্দীন মারুফ।
উল্লেখ্যযে,  ২৫ জানুয়ারি বুধবার মাসঊদ আমেরিকার উদ্দেশে যাত্রা করেন। ২৫ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।
সিলেট রিপোর্ট/সু-কা-কাইয়ুম-ফে ২৯.০১.২০১৭

President Trump is not Anti-Islam, but He is Anti-Islamic Terrorist, ____says Maulana FU Masud, a visiting eminent Islamic scholar from Bangladesh at an Anti-Terrorism seminar held at the NY Consulate office of Bangladesh on Friday evening, Jan 27, 2017 at his speech as a Keynote speaker. The founder of Anti-terrorism Awareness Unit, Imam Qazi Qayyoom and Dr. Sheikh Allama Sayyid M Billah Rabbani, member, ATAU, Bangladesh also were present among the invited guests by the Consulate. Imam Qayyoom Questioned the speaker about the role of Bangladesh govt on Jamat E Islami, the hub of modern terrorism and their US Agents like MUNA, ICNA & CAIR who are misleading and misguiding muslims and their generation behind their sugarcoated social and other community activities, that the American officials are not fully aware of them as they convince the officials for their smartness. Maulana Masud replies, Bangladesh govt took farm initiative against them as recently their financial institute Islami Banks were taken by the govt as a result they became weaken now and I hope the US govt. will take care of them accordingly