সিলেটরবিবার , ২৯ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাথর উত্তোলন ট্রাজেডি: আরো ৩ জনের মরদেহের সন্ধান

Ruhul Amin
জানুয়ারি ২৯, ২০১৭ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  সিলেটের কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনের সময় টিলা ধসে নিহত আরো তিন শ্রমিকের মরদেহের সন্ধান পাওয়া গেছে। রোববার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার কর্ণখুলা গ্রামে মরদেহের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা। আগামীকাল (সোমবার) আদালতের নির্দেশে কবর থেকে তাদের মরদেহ উত্তোলন করা হবে।

এ নিয়ে টিলা ধসের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচ জনে। এর আগে গত ২৩ জানুয়ারী উপজেলার শাহ আরপিন সংলগ্ন মটিয়া টিলায় একটি গর্ত খুঁড়ে পাথর উত্তোলনের সময় টিলা ধসে এদের মৃত্যু হয়। সে সময় চার জনের মৃত্যুর খবর জানালেও  দু’টি মরদেহের সন্ধান পেয়েছিলো পুলিশ। পাথরের গর্তের মালিকরা তাৎক্ষণিকভাবে মরদেহগুলো সরিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

টিলা ধসে শ্রমিক মৃত্যুর ঘটনা তদন্তে সোমবার রাতেই পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয় দু’টি তদন্ত কমিটি। তদন্ত কমিটিগুলো কাজ শুরু করলেও এখনো প্রতিবেদন দাখিল করেনি।

গত বুধবার এ ঘটনায় পাঁচ গর্ত মালিকের বিরুদ্ধে মামলা করেছেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম।