সিলেটসোমবার , ৩০ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রদলকে ঢুকতে দেয়নি ছাত্রলীগ,এমসিতে উত্তেজনা

Ruhul Amin
জানুয়ারি ৩০, ২০১৭ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজে মিছিল নিয়ে ছাত্রদলকে ঢুকতে দেয়নি ছাত্রলীগ। এনিয়ে ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- সোমবার সকালে সিলেট সরকারি কলেজে মিছিল করে ছাত্রদল নেতাকর্মীরা। পরে এমসি কলেজ ছাত্রদলের সভাপতি বদরুল আজাদ রানার নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে এমসি কলেজ ক্যাম্পাসের দিকে রওয়ানা হন।

মিছিলটি সরকারি কলেজ ও এমসি কলেজের মধ্যখানে আসার পর দেলোয়ার হোসেন ও হোসাইন আহমদের নেতৃত্বে এমসি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেন। এসময় উভয় দলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে এমসি কলেজ ছাত্রদলের সভাপতি বদরুল আজাদ রানা বলেন- ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের সহায়তায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী জানান- এমসি কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রদল নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল। খবর পেয়ে কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন ও হোসাইন আহমদের নেতৃত্বে ক্যাম্পাসের বাইরে নেতাকর্মীরা ছাত্রদলের মিছিলে বাধা দেন। পরে তাদেরকে ধাওয়া করে তাড়িয়ে দেয়া হয়েছে।