সিলেটমঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাতক চরবাড়া মাদরাসার ৬০বছর পূর্তি সম্মেলন আজ

Ruhul Amin
জানুয়ারি ৩১, ২০১৭ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: খলীফায়ে মাদানী আল্লামা লুৎফুর রহমান শায়খে বর্ণভী ও আল্লামা আব্দুল মতিন চৌধুরী শায়খে ফুলবাড়ি রহ. বুজুর্গণের স্মৃতিধন্য ‘জামিয়া ইসলামিয়া মতিনিয়া লুৎফুল উলূম চরবাড়া ছাতক‘ সুনামগঞ্জ মাদরাসার ৬০বছর পূর্তি উপলক্ষে ওড়না বিতরণ ও দস্তারবন্দি মহাসম্মেলন আজ ৩১ জানুয়ারী ।  সম্মেলনে অতিথি হিসেবে রয়েছেন ভারতের দারুল উলূম দেওবন্দের বরেন্য মুহাদ্দিস, আন্তর্জাতিক মুফাচ্ছিরে কুরআন, আল্লামা শায়েখ আব্দল্লাহ মারুফী, ইংল্যান্ডের প্রখ্যাত আলেম, বিশ্ব বরেণ্য ইসলামি চিন্তাবীদ, শায়েখ মাওলানা বিল্লাল বাওয়া, ভারতের মাওলানা আফফান মনসুরপুরী, খলীফায়ে মাদানী আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ী, সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মাদ ওয়াক্কাস, আল্লামা নূর হোসাইন কাসিমী, সাহেব জাদায়ে শায়খুল হাদিস, মাওলানা মাহফুজুল হক, শায়েখ হাফিজ মাওলানা হাসান জামিলসহ ইসলামিক স্কলার ও বরেণ্য উলামায়ে কেরাম ৷ মহাসম্মেলনকে সর্বাত্মকভাবে সফল করার জন্য ছাতকসহ সিলেটবাসীর প্রতি অাহবান জানিয়েছেন মাদরাসার প্রিন্সিপাল, ইংল্যান্ড প্রবাসী মাওলানা শায়েখ আব্দুর রব ফয়েজী ও মাদরাসা শিক্ষাসচিব মাওলানা মুহসিনুল করিম।