সিলেটমঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভন্ডপীর ইমরানের কর্মকান্ডের প্রতিবাদ দক্ষিণ সুরমায়

Ruhul Amin
জানুয়ারি ৩১, ২০১৭ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: দক্ষিণ সুরমার কামাল বাজার এলাকায় কতিথ এক ভন্ডপীরের কার্যকলাপে অতিষ্ট হয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন। সে তার নিজ বাড়ীতে কুফরী আকিদা ও ভন্ডামী কাজ করতেছে। নিজেকে পীর দাবি করে এবং তার মুরীদদের সে আদেশ দেয় তার পায়ে সিজদা করার জন্য। কুরআন শরীফের আয়াতুল কুরসী না পড়ে তার নাম পড়লে এর ছওয়াব হয়ে যাবে। তার বাবার কবরে ও তার পায়ে সিজদা করলে আল্লাহকে সিজদা করা হয়ে যায়। নবী করিম (সঃ) এর শানে দুরুদ না পড়ে তার নাম দিয়ে যে দুরুদ তৈরী করা হয়েছে সে দুরুদ পড়ার জন্য আদেশ দেয়।
পীর দাবীদার ইমরান ওরফে বিরাই বিশ^নাথ উপজেলার অলংকারী ইউনিয়নের কাড়ারপার (গাংপার গ্রামের) মর্তুজা আলীর পুত্র। কতিথ পীর ইমরানের এহেন কার্যকলাপের প্রতিবাদে বৃহত্তর কামাল বাজার, তেতলী, অলংকারী, মোল্লারগাঁও এবং লালাবাজারের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের পূর্বের ঘোষিত বাড়ী ঘেরাও এবং প্রতিবাদ সভার কর্মসূচীর অংশ হিসেবে ৩১ জানুয়ারী মঙ্গলবার লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ঘেরাও কর্মসূচীর খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাস্থলে উপস্থিত হন। এসময় ইমরানের গ্রামের বাড়ীর ও পার্শ্ববর্তী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও সভাস্থলে উপস্থিত হন। মুরব্বিয়ানদের আশ^াসের প্রেক্ষিতে বিক্ষোভকারী লোকজন শান্ত হন। বিষয়টি আপোষ মিমাংসার জন্য আগামী শনিবার কামাল বাজার ফাযিল মাদরাসায় সকাল ১১টায় লোকজন বসে বিষয়টি দেখবেন বলে নির্ধারন করেন। যেহেতু ইমরান নিজেকে পীর দাবী করে এলাকার সহজ সরল মুসলমানদেরকে ধোকা দিচ্ছে। সেহেতু এহেন কার্যকালাপ বন্ধে প্রতিবাদকারী এলাকাবাসীর কাছে সে তওবা করে এহেনকৃত কার্যকলাপের জন্য ক্ষমা চাইবে।
বিশিষ্ট ব্যবসায়ী হাজী বশির মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনুজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী, দক্ষিণ সুরমা উপজেলার অফিসার ইনচার্জ শাহ হারুন অর রশিদ, ধরগাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ শফিকুর রহমান, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম হোসেন, মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মকন মিয়া, বিশ্বনাথ ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা কবি ছাদিক সিরাজী, দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন পাশা, অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, বিশিষ্ট মুরব্বী মইনুল ইসলাম, গৌছ মিয়া, দছু মিয়া, ময়না মিয়া, হাজী সমুজ মিয়া, আল মদিনা দাখিল মাদরাসা সুপার মাওলানা নজরুল ইসলাম, কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার মিয়া, এম.সি কলেজ তালামীযের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আব্দুল লতিফ, জাতীয় পার্টি নেতা বাছির মিয়া, তেতলী আল-ইসলাহ সহ সভাপতি আব্দুল মছব্বির, অলংকারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আরশ আলী মেম্বার, কামাল বাজার ইউনিয়ন তালামীযের সভাপতি মাছুম আহমদ শাহান, আজমল আলী মেম্বার, কামালা বাজার আল-ইসলাহ সহ-সভাপতি কাজী ছালিক আহমদ খাঁন, মাসুক আহমদ, আব্দুল আহাদ, মাওলানা কামরুল ইসলাম, হাজী শফিক মিয়া, তালামীয নেতা হাফিজ ইবাদুর রহমান, মাহবুবুর রহমান, হাফিজ হোসাইন আহমদ, আব্দুল মালিক প্রমুখ। এ ব্যাপারে কতিথ পীর ইমরানের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
সিলেট রিপোর্ট: দক্ষিণ সুরমার কামাল বাজার এলাকায় কতিথ এক ভন্ডপীরের কার্যকলাপে অতিষ্ট হয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছেন। সে তার নিজ বাড়ীতে কুফরী আকিদা ও ভন্ডামী কাজ করতেছে। নিজেকে পীর দাবি করে এবং তার মুরীদদের সে আদেশ দেয় তার পায়ে সিজদা করার জন্য। কুরআন শরীফের আয়াতুল কুরসী না পড়ে তার নাম পড়লে এর ছওয়াব হয়ে যাবে। তার বাবার কবরে ও তার পায়ে সিজদা করলে আল্লাহকে সিজদা করা হয়ে যায়। নবী করিম (সঃ) এর শানে দুরুদ না পড়ে তার নাম দিয়ে যে দুরুদ তৈরী করা হয়েছে সে দুরুদ পড়ার জন্য আদেশ দেয়।
পীর দাবীদার ইমরান ওরফে বিরাই বিশ^নাথ উপজেলার অলংকারী ইউনিয়নের কাড়ারপার (গাংপার গ্রামের) মর্তুজা আলীর পুত্র। কতিথ পীর ইমরানের এহেন কার্যকলাপের প্রতিবাদে বৃহত্তর কামাল বাজার, তেতলী, অলংকারী, মোল্লারগাঁও এবং লালাবাজারের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের পূর্বের ঘোষিত বাড়ী ঘেরাও এবং প্রতিবাদ সভার কর্মসূচীর অংশ হিসেবে ৩১ জানুয়ারী মঙ্গলবার লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ঘেরাও কর্মসূচীর খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভাস্থলে উপস্থিত হন। এসময় ইমরানের গ্রামের বাড়ীর ও পার্শ্ববর্তী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও সভাস্থলে উপস্থিত হন। মুরব্বিয়ানদের আশ^াসের প্রেক্ষিতে বিক্ষোভকারী লোকজন শান্ত হন। বিষয়টি আপোষ মিমাংসার জন্য আগামী শনিবার কামাল বাজার ফাযিল মাদরাসায় সকাল ১১টায় লোকজন বসে বিষয়টি দেখবেন বলে নির্ধারন করেন। যেহেতু ইমরান নিজেকে পীর দাবী করে এলাকার সহজ সরল মুসলমানদেরকে ধোকা দিচ্ছে। সেহেতু এহেন কার্যকালাপ বন্ধে প্রতিবাদকারী এলাকাবাসীর কাছে সে তওবা করে এহেনকৃত কার্যকলাপের জন্য ক্ষমা চাইবে।
বিশিষ্ট ব্যবসায়ী হাজী বশির মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনুজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা মুফতি এ.কে.এম মনোওর আলী, দক্ষিণ সুরমা উপজেলার অফিসার ইনচার্জ শাহ হারুন অর রশিদ, ধরগাঁও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ শফিকুর রহমান, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দক্ষিণ সুরমা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম হোসেন, মোল্লারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মকন মিয়া, বিশ্বনাথ ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা কবি ছাদিক সিরাজী, দক্ষিণ সুরমা উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন পাশা, অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিলু মিয়া, বিশিষ্ট মুরব্বী মইনুল ইসলাম, গৌছ মিয়া, দছু মিয়া, ময়না মিয়া, হাজী সমুজ মিয়া, আল মদিনা দাখিল মাদরাসা সুপার মাওলানা নজরুল ইসলাম, কেন্দ্রিয় ছাত্রলীগ নেতা সিতার মিয়া, কামাল বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার মিয়া, এম.সি কলেজ তালামীযের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আব্দুল লতিফ, জাতীয় পার্টি নেতা বাছির মিয়া, তেতলী আল-ইসলাহ সহ সভাপতি আব্দুল মছব্বির, অলংকারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আরশ আলী মেম্বার, কামাল বাজার ইউনিয়ন তালামীযের সভাপতি মাছুম আহমদ শাহান, আজমল আলী মেম্বার, কামালা বাজার আল-ইসলাহ সহ-সভাপতি কাজী ছালিক আহমদ খাঁন, মাসুক আহমদ, আব্দুল আহাদ, মাওলানা কামরুল ইসলাম, হাজী শফিক মিয়া, তালামীয নেতা হাফিজ ইবাদুর রহমান, মাহবুবুর রহমান, হাফিজ হোসাইন আহমদ, আব্দুল মালিক প্রমুখ। এ ব্যাপারে কতিথ পীর ইমরানের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।