সিলেটবুধবার , ১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরের কেশবপুর প্রিমিয়ারলীগের উদ্বোধনী ম্যাচ সম্পন্ন

Ruhul Amin
ফেব্রুয়ারি ১, ২০১৭ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

জাবির আহমদ চৌধুরী,জগন্নাথপুর থেকে: : সুনামগঞ্জের জগন্নাথপুর ড্রিগ্রি কলেজের মাঠে মঙ্গলবার সকালে  ২য় কেশবপুর প্রিমিয়ার লীগ ম্যাচ শুরু হয়।পরে  কেশবপুর প্রিমিয়ার লীগ সভাপতি আজহার আহমদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রেদুয়ান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব আব্দুল মনাফ, (পৌর মেয়র জগন্নাথপুর পৌরসভা)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব হাজী আব্দুস সোবহান প্রবীণ মুরুব্বী,বিশিষ্ট সমাজ সেবক কেশবপুর, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর তাজিবুর রহমান, জনাব আছকির আলী সাবেক ইউ.পি চেয়ারম্যান ২ নং পাটলি ইউনিয়ন, আব্দুল মুমিন কোষাধ্যক্ষ সৌরভ যুব সংঘ ইউ কে শাখা, জনাব আলিফ উদ্দিন, জনাব সালা উদ্দিন মিঠু, আবলুস মিয়া বুতুর ক্রীড়া সম্পাদক সৌরভ যুব সংঘ ইউ কে শাখা এ সময় আরও উপস্থিত ছিলেন কেশবপুর ও তৎপার্শবর্তী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনী দিনে ধারাবাহিক ৩ টি ম্যাচ অনুষ্টিত হয়। প্রথম ম্যাচঃ এইচ.আর.কিংস বনাম ওয়েস্ট লায়নস, ওয়েস্ট লায়নস টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে তারেকের ৯০ রান এবং সিপনের ৫৬ রানের উপর ভর করে ২১৯ রান করে। এইচ.আর.কিংস জবাবে ব্যাট করতে নেমে সুহেলের বলিং তুপে মাত্র ১২২ রান করে ৯৭ রানের বিশাল ব্যাবধানে পরাজিত হয়।ওয়েস্ট লায়ন খেলোয়ার সুহেল ৫ উইকেট লাভ করেন, ম্যন অফ দ্যা ম্যাচ নির্বাচিত তারেক। ২য় ম্যাচঃ রয়েল স্টাইকার্স বনাম খানকা, খানকা দলের অধিনায়ক বাচ্চু টসে জিতে ব্যাটিং এর আমন্ত্রন জানান রয়েল স্ট্রাইকারস কে।রয়েল স্ট্রাইকারস আইকন আলী হোসেন এর দানবীয় ব্যাটিং তান্ডবে ২১৬ রান করতে সক্ষম হয় রয়েল স্ট্রাইকারস।আলী হোসেন মাত্র ২৫ বলে সেঞ্চুরি করে সর্বমোট রান করেন ১২৮ এবং নাইম ৪৬ রান। জবাবে ব্যাট করতে নেমে রয়েল স্টাইকার্স এর বলারদের নিয়ন্ত্রিত বলিং এ ১৪২ রান করেন খানকা। ম্যান অফ দ্যা ম্যাচ আলী হোসেন। ৩য় ম্যাচঃ এ.জে ফাইটার্স বনাম রেড টাইগার। টসে জিতে এ.জে ফাইটার্স অধিনায়ক আবু হেনা রনি ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। রেড টাইগার বোলাদের নিয়ন্ত্রিত বোলিং তুপে মাত্র ১৩২ রান করতে সক্ষম হয় এ.জে ফাইটার্স।জবাবে ব্যাট করতে নেমে হোসেন আলী ৫৬ রানের উপর ভর করে ১০ ওভারে জয়ের বন্দরে পৌছায় রেড টাইগার্স।