সিলেটবুধবার , ১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জামালগঞ্জে তালা ভেঙ্গে মসজিদের টাকা চুরি

Ruhul Amin
ফেব্রুয়ারি ১, ২০১৭ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ থেকে: সুনামগঞ্জের জামালগঞ্জে রাতের অন্ধকারে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের দান বাক্স’র তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে গেছে র্দুবৃত্তরা। এ ঘটনায় জামালগঞ্জে আলোচনার ঝড় বইছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান গেইটের সামনে ষ্টীলের নির্মিত এই দান বক্সটি ক’দিন পূর্বে চুরি হয়। উপজেলার প্রধান সড়কের পরিষদ গেইটের মুল প্রবেশ পথেই দান বক্সটিতে প্রতি দিনই পথচারি ও এলাকার মানুষজন মসজিদের উন্নয়নে দান-খয়রাত করে থাকেন। সপ্তাহে এক দিন খুলা হলে ২ থেকে আড়াই হাজার টাকা দান পাওয়া যায়। এবার বাক্স খুলার র্পূবেই দুর্বৃত্তরা তালা ভেঙ্গে দানকৃত টাকা চুরি করে নিয়ে গেছে। বাজারে ও পরিষদের পাহারাদার থাকলেও কি ভাবে দানবাক্স চুরির ঘটনা ঘটেছে তা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এঘটনার পরদিন
লোক মুখে দানবাক্স চুরি খবর শুনে জামে
মসজিদের পেশ ঈমান বাক্সটির কাছে এসে
সত্যতা দেখতে পান। তিনি মসজিদ কমিটিকে অবহিত করলে গোপনে খুঁজাখুঁজি চলছে বলে জানান কয়েক জন। জামালগঞ্জ
থানার মাত্র ২শত ফুট দুরে মসজিদের দান
বাক্সর তালা ভেঙ্গে টাকা চুরির
ঘটনায় আলোচনা থেমে নেই।
এ ব্যাপারে মসজিদের পেশ ঈমাম হাফেজ
মাও: নূরউদ্দিন বলেন, আমি দান বাক্স
চুরির বিষটি শুনে দেখলাম বাক্সের
কয়রাটা ভাঙ্গা, বাক্সের ভিতর কোন
টাকা নেই। তবে হাজার দেড় হাজার
টাকা থাকতে পাড়ে বলে ধারণা
করেছেন তিনি। জামালগঞ্জ থানার
অফিসার ইন-চার্জ মো: আতিকুর রহমান
বলেন, মসজিদের দান বাক্স ভেঙ্গে টাকা
চুরির বিষয়টি আমি শুনে আমি হতভম্ভ হয়েছি। মসজিদ কমিটির কেহ আমাকে জানাননি। আপনার মুখ থেকে প্রথম শুনলাম। তবে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে। কোন ক্লো-পেলে অপরাধি সনাক্ত হলে ব্যবস্থা নেয়া হবে।