সিলেটবুধবার , ১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুর উপজেলা নির্বাচন ৬ মার্চ

Ruhul Amin
ফেব্রুয়ারি ১, ২০১৭ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর প্রতিনিধি: মামলা সংক্রান্ত জটিলতা কাটিয়ে দীর্ঘ ৮ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে এক প্রজ্ঞাপনে জানিয়েছেন নির্বাচন পরিচালনা-২ উপসচিব ফরহাদ আহম্মাদ খান।
প্রজ্ঞাপনে জানানো হয়, ৬ মার্চ এই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ৯ ফেব্রুয়ারি। ১০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করা যাবে আগামী ১৭ ফেব্রুয়ারি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম জানান, প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ফেব্রুয়ারি। আমরা নির্বাচন কমিশনের আদেশের প্রেক্ষিতে সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও নৌকা প্রতীকের প্রত্যাশী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হরমুজ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আজ (বুধবার) নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করায় জগন্নাথপুর উপজেলাবাসী স্বস্তি ভোগ করছেন এবং আশংঙ্খা মুক্ত হয়েছেন। আমি আশাবাদী সুন্দর ও সুষ্ঠুভাবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট গ্রহণ সম্পন্ন হবে। জনগণ তাঁর সঠিক ও যোগ্য প্রতিনিধিকে নির্বাচিত করবেন বলেও আমি বিশ্বাসী।

এক নজরে জগন্নাথপুর

সাধারণ তথ্য
আয়তন ৩৬৮.২৭ বর্গ কি.মি
জনসংখ্যা ২,৫৯,৪৯০ জন(পু-১,২৯,৯৬৪ ম-১,২৯,৫২৬)
ভোটার ১,৫১,৩৮৯ জন(পু-৭৫,২৫৮ ম-৭৬,১৩১)
নির্বাচনী এলাকা ২২৬ সুনামগঞ্জ-৩
ইউনিয়ন ০৮ টি
পৌরসভা ০১ টি
গ্রাম ৩৮৪ টি
মৌজা ২২৬ টি
মসজিদ ৪০১ টি
মন্দির ২১ টি
হাট-বাজার ২৮ টি
ব্যাংক ২৪ টি
কৃষি সংক্রান্ত
মোট কৃষি জমি ৩৭,৫৯১ হেক্টর
গভীর নলকূপ ৫৪১ টি
অগভীর নলকূপ ১,৭৫৭ টি
ব্লক সংখ্যা ১৫ টি
বার্ষিক খাদ্য উৎপাদন
ভূমি সংক্রান্ত
মৌজা ২৬২ টি
ইউনিয়ন ভূমি অফিস ০৬ টি
খাস জমি ১৩,৪০৭.১২ একর
হাট বাজার ৩১ টি
জলমহাল ১৫৬ টি (২০ একরের নিম্নে ১০৪ টি)
অর্পিত সম্পত্তি ( ক তফসিল) ৩১৮৩.৮৬ একর
ভূমি উন্নয়ন করের দাবী (২০১৩-১৪) ৭৮,২৬,৩৩৯ টাকা
শিক্ষা সংক্রান্ত
প্রাথমিক বিদ্যালয় ১৪৯ টি
মাধ্যমিক বিদ্যালয় ৩০ টি
কলেজ ০৬ টি
আলিয়া মাদ্রাসা ১৭ টি
শিক্ষার হার ৫৪%
যোগাযোগ সংক্রান্ত
জেলা থেকে দূরত্ব ৪৪ কি.মি
সিলেট থেকে দূরত্ব ৪২ কি.মি
পাকা রাস্তা ১১৬.৬৪ কি.মি
আধা পাকা রাস্তা ১৯.৭১ কি.মি
কাচা রাস্তা ২৭৩.০৫ কি.মি