সিলেটশুক্রবার , ৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাগীব আলীর রায় নিয়ে যা বললেন মিসবাহ সিরাজ

Ruhul Amin
ফেব্রুয়ারি ৩, ২০১৭ ১২:৪৫ অপরাহ্ণ
Link Copied!


সিলেট রিপোর্ট: : 
সিলেটের কথিত দানবীর রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে তারাপুর চা-বাগান বন্দোবস্ত নিয়ে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় দায়েরকৃত মামলার রায়ে রাগীব আলী ও তার ছেলেকে চারটি ধারায় মোট ১৪ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসাথে তাদেরকে চারটি ধারায় ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর দেওয়া রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ ব্যক্ত করেন আদালতের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ।

এসময় তিনি বলেন- রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে এই রায় বিচার বিভাগের ইতিহাসে একটি জনগুরুত্বপূর্ণ রায়। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ্ট। আমরা রাষ্ট্রপক্ষ এই মহাজালিয়াতির ঘটনায় আমরা সঠিক সাক্ষ্য-প্রমাণ আদালতের কাছে দিতে সক্ষম হওয়ায় বাংলাদেশের ইতিহাসে অনন্য একটি রায় হয়েছে।

বিচার বিভাগের স্বাধীনতা থাকায় এমন রায় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।