শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিই সর্বাধিক কার্যকর সমাধান। তিনি জানান, এ দাবিকে সামনে রেখে তাদের দল আন্দোলন চালিয়ে যাবে।

শুক্রবার(১২ সেপ্টেম্বর) বিকেলে খুলনা নিউমার্কেট চত্বরে আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। ফয়জুল করীম বলেন, “সরকার যদি এ দাবি উপেক্ষা করে, তাহলে আমরা গণভোটের মাধ্যমে জনমত যাচাইয়ের উদ্যোগ নেব। জনগণ চাইলে এ পদ্ধতি কার্যকর করা হবে, না চাইলে অন্য বিকল্প খোঁজা হবে।”

তিনি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের দিকেও ইঙ্গিত করে বলেন, “দেশের ভোট এখন আর কোনো একক দলের সম্পত্তি নয়। একসময় মুসলিম লীগ, পরে আওয়ামী লীগ, তারপরে বিএনপি প্রভাব বিস্তার করেছে। এখন ভোটের মালিকানা জনগণের হাতে। ভোটাররা দেখবেন কে তাদের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা দিতে পারে।”

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, “ডিজিটাল যুগে পুরনো ধারনা টেকে না। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ দমননীতি চালিয়েছে, কিন্তু এখন মানুষ আর ভয় পায় না।”

জনসভায় আরও জানানো হয়, একসময় খুলনা সন্ত্রাসীদের দখলে ছিল, তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চায়।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগরের জ্যেষ্ঠ সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন মহানগর সম্পাদক মুফতি ইমরান হুসাইন।

 

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews