শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:০৪ অপরাহ্ন

সতর্কবার্তা: সিলেটসহ ১২ জেলায় সাময়িক প্লাবনের আশঙ্কা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

দেশের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিলেটসহ ১২ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী তিন দিনে রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদে পানির প্রবাহ বাড়তে পারে। এর মধ্যে তিস্তা ও দুধকুমারের পানি বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা রয়েছে। ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে।

একইভাবে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভোগাই-কংস নদ-নদীর পানিও সতর্কসীমার কাছাকাছি বা উপরে প্রবাহিত হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার কিছু অংশে পানি ঢুকে পড়তে পারে।

এছাড়া চট্টগ্রাম বিভাগের মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানিও সতর্কসীমার কাছাকাছি থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফেনী ও চট্টগ্রামের নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, আজসহ আগামী দুদিন দেশের ভেতরে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উজান থেকেও পানি নামতে পারে, ফলে হঠাৎ পানি বৃদ্ধি পেতে পারে। তবে এ পানি বেশিদিন স্থায়ী হবে না, ধীরে ধীরে নেমে যাবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews