নবীগঞ্জ উপজেলায় একটি পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
মারা যাওয়া শিশুরা হলো রতীশ সরকারের ছেলে শ্রাবণ (৩), জগাই সরকারের ছেলে শুভ (৪) এবং ব্রজলাল সরকারের মেয়ে অহনা (৫)। তারা সকলেই নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করত।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, দুপুরে শিশুরা বাড়ির পাশে খেলার সময় একটি শিশু পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্য দুই শিশুও পানিতে নেমে যায়। স্থানীয় এক নারী পুকুরে অহনাকে ভাসতে দেখে চিৎকার করলে এলাকার মানুষ এসে দ্রুত খোঁজাখুঁজি করে তিন শিশুর লাশ উদ্ধার করেন। পরে তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা চম্পক কিশোর সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “শিশুদের অবস্থা এতটাই খারাপ ছিল যে হাসপাতালে আনার সময়ই তারা মারা গিয়েছিলেন। এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে বাবা-মায়ের সচেতন হওয়া প্রয়োজন।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলছেন, শিশুদের খেলার সময় পর্যবেক্ষণ না থাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা প্রশাসনের কাছে নিরাপদ খেলার জায়গা এবং সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চলছে। তারা আশা করছেন, ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়াতে স্থানীয়ভাবে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।