শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, তদন্তে মিলল একাধিক অনিয়ম

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটে নতুন জেলা প্রশাসক দায়িত্ব নেওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ্য করে নানা মন্তব্য ও অভিযোগ উঠতে থাকে। বিশেষ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি প্রসঙ্গ সবচেয়ে বেশি আলোচিত হয়। অনেকেই জানিয়েছেন, এই হাসপাতালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। নতুন ডিসিকে হাসপাতাল পরিদর্শনের আহ্বানও জানান অনেকে।

তবে ডিসি এখনো সরাসরি পরিদর্শনে না গেলেও এর আগেই হাসপাতালের পরিস্থিতি খতিয়ে দেখতে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুরে দুদকের সিলেট কার্যালয়ের একটি টিম হঠাৎ করে হাসপাতালে অভিযান চালায়।

এক ঘণ্টার ওই অভিযানে কর্মকর্তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, প্যাথলজি বিভাগ, ক্যান্টিন ও নথিপত্র খতিয়ে দেখেন। দুদকের প্রাথমিক তদন্তে ধরা পড়ে নানা অনিয়ম। এর মধ্যে রয়েছে—

হাসপাতালের সর্বত্র অপরিচ্ছন্নতা

আউটসোর্সিং প্রক্রিয়ায় অনিয়ম

২৬২ জন কর্মচারীর বেতন তিন মাস ধরে আটকে রাখা

রোগীদের খাবার মেন্যু অনুযায়ী না দেওয়া

সরকারি ওষুধ বাইরে বিক্রির অভিযোগ

প্রতিটি অ্যাম্বুলেন্স থেকে অতিরিক্ত জ্বালানি খরচ দেখিয়ে মাসে ১,৮০০ টাকা করে আদায়

এ ছাড়া হাসপাতালের ক্যান্টিনে খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করে দুদক। ক্যান্টিন বর্তমানে পরিচালনা করছেন সাবেক ওয়ার্ড মাস্টার দেলোয়ার হোসেন। এখানেও অনিয়মের প্রমাণ পেয়ে দুদক ক্যান্টিনের নথিপত্র জব্দ করেছে।

অভিযানে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে বলে জানিয়েছে দুদক। উল্লেখ্য, হাসপাতালটি ৫০০ শয্যার হলেও এখানে নিয়মিতভাবে দেড় থেকে দুই হাজার রোগী চিকিৎসা নেন। রোগীর চাপ বেশি থাকায় দালাল ও অনিয়মকারীদের দৌরাত্ম্যও বেশি।

রওশন-জব্বারসহ দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত

ওসমানী মেডিকেলের বহুল আলোচিত কর্মকর্তা ওয়ার্ড মাস্টার রওশন হাবিব ও নৈশপ্রহরী আব্দুল জব্বারের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তাদের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও তদন্ত শুরু হয়েছে।

মৌলভীবাজার জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. প্রণয় কান্তি দাশের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি হাসপাতাল পরিদর্শন করে রওশন হাবিব ও আব্দুল জব্বারের জবানবন্দি নেবে। একই সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাকেও উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews