শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

বিসিবি কর্তৃক ‘মাদরাসা ক্রিকেট’ চালুর প্রস্তাবে আমাদের উদ্বেগ—মাওঃ বাহাউদ্দীন যাকারিয়্যা

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর সভাপতি সম্প্রতি ‘মাদরাসা ক্রিকেট’ চালুর প্রস্তাব দিয়েছেন। প্রথম শুনলে বিষয়টি হয়তো ইতিবাচক মনে হতে পারে—কওমি মাদরাসার শিক্ষার্থীদের শরীরচর্চার সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায়, এটি নিছক শরীরচর্চার উদ্যোগ নয়; বরং এর পেছনে বাণিজ্যিক উদ্দেশ্য ও ক্রিকেট শিল্পের প্রসারই মুখ্য লক্ষ্য।

ইসলাম এমন কোনো খেলাধুলাকে সমর্থন করে না, যা মানুষকে আল্লাহর স্মরণ, নামাজ ও ইবাদত থেকে বিমুখ করে দেয়। খেলাধুলায় সময় ও অর্থের অপচয়সহ নানা অকল্যাণের সম্ভাবনা থাকে। শরীর সুস্থ রাখার জন্য ইসলামে অনুমোদিত উপায় রয়েছে—যেমন হাঁটা, দৌড়ানো, সাঁতার, তীরন্দাজি, ঘোড়দৌড় কিংবা পরিশ্রমমূলক শারীরিক কর্মকাণ্ড। এগুলো ফলপ্রসূ ও শরীয়তসম্মত।

কওমি মাদরাসাগুলো মুসলিম উম্মাহর আত্মিক ও নৈতিক পুনর্জাগরণের কেন্দ্র। এখানে ছাত্রদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন ও খালেছ দ্বীনি ইলমে পারদর্শিতা অর্জন। সেখানে ক্রিকেটের মতো সময়নাশকারী বিনোদনমূলক খেলা যুক্ত করার উদ্যোগ নিঃসন্দেহে মাদরাসা শিক্ষার স্বকীয়তা ও মূল লক্ষ্যবিরোধী।

ক্রিকেট ও মাদরাসা—এই দুটি সম্পূর্ণ ভিন্ন জগত। একদিকে তাকওয়া, ইখলাস ও ইলমের পরিবেশ; অন্যদিকে বাণিজ্যিক প্রতিযোগিতা, বিজ্ঞাপন, জুয়া ও শরীয়তবিরোধী লেনদেনের জগৎ। এই দুই ক্ষেত্রকে এক করা মানে দ্বীনি শিক্ষা ও বাণিজ্যিক বিনোদনের অশোভন মিশ্রণ ঘটানো, যা ইসলাম ও শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।

ক্রিকেটের ঐতিহাসিক পটভূমিও আমাদের ভাবতে বাধ্য করে। এটি মূলত উপনিবেশবাদীদের অবসরের বিনোদনের মাধ্যম ছিল। ব্রিটিশরা শাসিত জাতিগুলোকে বিনোদনের মোহে আবিষ্ট রাখার জন্য এমন খেলাধুলার প্রচলন ঘটায়। তাই উন্নত দেশগুলোর অনেক জায়গায়—যেমন চীন, ফ্রান্স বা জার্মানিতে—ক্রিকেটের তেমন বিস্তার ঘটেনি।

এখন প্রশ্ন হলো, আমাদের দেশের ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিরা কেন মাদরাসা শিক্ষার্থীদের এই বৃত্তে আনতে চাইছেন? এটি কি মাদরাসা শিক্ষার স্বকীয়তা বিনষ্ট করার কোনো পরিকল্পনা নয়?

করোনাকালে সরকার মাদরাসাগুলোকে আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছিল, কিন্তু স্বকীয়তা ও স্বাধীনতা রক্ষার্থে শীর্ষ মাদরাসাগুলো তা প্রত্যাখ্যান করেছিল। আজও সেই অবস্থানই হওয়া উচিত—মাদরাসা শিক্ষার উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক কোনো উদ্যোগ আমরা গ্রহণ করব না।

‘মাদরাসা ক্রিকেট’ ইসলামের শিক্ষা ও মাদরাসা সংস্কৃতির মূল চেতনাবিরোধী। তাই মাদরাসার ছাত্র-শিক্ষক এবং সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানাচ্ছি—আমরা যেন এমন কোনো চটকদার প্রলোভনে না পড়ি, যা আমাদের সময়, লক্ষ্য ও আদর্শ থেকে দূরে সরিয়ে দেয়।

একইসাথে ইন্টেরিম সরকার ও বিসিবির দায়িত্বশীলদের প্রতি অনুরোধ থাকবে—মাদরাসা শিক্ষার আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কোনো কিছু যেন জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা না করা হয়।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews