সিলেটমঙ্গলবার , ১৪ মার্চ ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে তিনদিনব্যাপী চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু

Ruhul Amin
মার্চ ১৪, ২০১৭ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:  স্বাধীনধারার চলচ্চিত্র নির্মাণে উৎসাহ জাগানোর লক্ষ্যে ১৪ মার্চ মঙ্গলবার শুরু হয়েছে ‘সিলেট চলচ্চিত্র উৎসব ২০১৭। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ৩ দিনব্যাপী চলবে এই উৎসব।

মঙ্গলবার বিকেল ৩ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটরিয়াম প্রাঙ্গনে উৎসব উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহী আলম।

সিলেট কৃষি বিশ্ববিদ্যলয় চলচ্চিত্র সংসদের সদস্য সোহেল রানা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক মোনায়েম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক প্রফেসর ড.মতিয়ার রহমান হাওলাদার, রেজিষ্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অর্থ শাখার পরিচালক প্রফেসর জীবন কৃষ্ণ সাহা, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত সহ সিলেটের চলচ্চিত্র তথা সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ। বিকেল ৫ টায় প্রদর্শিত হয় উদ্বোধনী চলচ্চিত্র মোরশেদুল ইসলামের ‘অনিল বাগচীর একদিন’।

উল্লেখ্য, গত একমাসে ৬৬ টি দেশের ২০৫৫ টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা পড়েছে আয়োজকদের কাছে। এর মধ্যে বাছাইকৃত ৭০ টি স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। উৎসবের বিচারকার্য করছেন চলচ্চিত্রনির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, মুক্তাদির ইবনে সালাম ও  ইশতিয়াক জিকো।

উৎসবে উপদেষ্টা হিসেবে আছেন ভারতের চলচ্চিত্রবোদ্ধা প্রেমেন্দ্র মজুমদার। সিলেট চলচ্চিত্র উৎসবকে সাধুবাদ জানিয়েছেন লেখক ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, চলচ্চিত্র লেখক আনিসুল হক, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মোস্তফা সরয়ার ফারুকী, আবু শাহেদ ইমন, আশরাফ শিশির, শামীম আখতার, শুভাশীষ রায়। ।তিন দিনব্যাপী উৎসবে সিলেটসহ দেশের চলচ্চিত্রপ্রেমিদের অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।