সিলেটবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেলে হর্ন ঠেকাতে পুলিশের অভিযান

Ruhul Amin
অক্টোবর ৫, ২০১৭ ৯:০৫ পূর্বাহ্ণ
Link Copied!


সিলেট রিপোর্ট:
সিলেট মহানগর এলাকাতে চলমান মোটরসাইকেলগুলোতে লাগানো হাইড্রোলিক হর্ন ঠেকাতে অভিযানে নেমেছে পুলিশ। বুধবার সিলেট নগরীর প্রায় সবক’টি গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এ অভিযান চালায় ট্রাফিক পুলিশ। প্রথম দিন পরিচালিত অভিযানে প্রায় ৪০/৪৫টি মোটরসাইকেলে মামলা দেয়া হয়েছে। পাশাপাশি হাইড্রোলিক হর্ন খুলে ফেলতে নির্দেশ প্রদান করা হয়েছে।

এখন থেকে সিলেট নগরীতে হাউড্রোলিক হর্ন লাগানো গাড়ির বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করবে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) নিকোলিন চাকমা বলেন।

অভিযান চলাকালে তিনি সাংবাদিকদের বলেন- সিলেটে তরুণ মোটরসাইকেল চালকদের মধ্যে হাইড্রোলিক হর্ন ব্যবহারের পরিমাণ বেড়ে গেছে। যার কারণে সিলেট নগরবাসী অতীষ্ট। কিন্তু এটি আইনত নিষিদ্ধ। তাই অভিযান পরিচালনা করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।