সিলেটরবিবার , ২৪ মার্চ ২০২৪
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আশিকে মাদানী মাওলানা সৈয়দ আব্দুন নুর আর নেই

Ruhul Amin
মার্চ ২৪, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

আশিকে মাদানী মাওলানা সৈয়দ আব্দুন নুর রহ. এর তিরোধানে গ্রামীণ জনপদ হারালো এক মর্দে মুজাহিদ।অনুপম মৃত্যু যেন হেসেই বিদায় নিলেন, হায়াতে নেই কাযা সালাত, ঈমানের প্রশ্নে তিনি জেগে উঠতেন আপন শক্তিতে।তামান্না করতেন খাতেমা বিল খায়ের’র। কালিমা পড়ে পড়ে চলেই গেলেন মৃত্যুকোলে।মাওলায়ে হাকিকীর সান্নিধ্যে।

যোগ্য আওলাদ,ছাত্র শিষ্য, হাজারো আলেম উলামার শোকাভিভূত উপস্থিতিতে মরহুমের বড় সাহেবযাদা সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার নাজিমে তালিমাত ও মুহাদ্দিস মাওলানা মাসরুর কাসিমীর ইমামতিতে জানাজা সম্পন্ন।

ঐতিহ্যবাহী সৈয়দপুর গ্রামের প্রবীণ আলেম, মানুষ গড়ার কারিগর, আশিকে মাদানী ফেদায়ে জমিয়ত হযরতুল আল্লাম মাওলানা সৈয়দ আব্দুন নুর রহ. রবিবার ভোর ৫.১০ মিনিটের সময় নিজবাসে ইন্তেকাল করেন, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৬ বছর, তিনি দীর্ঘদিন সৈয়দপুর আলীয়া মাদরাসার উপাধ্যক্ষ ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন, দীর্ঘ জীবনে দাওয়াত ও তাবলীগে সময় লাগিয়েছিলেন, একাধিক দেশে সফর করেছেন দ্বীনের স্বার্থে, পরিবার গঠনে ছিলেন অনন্য, সাজিয়েছিলেন তিলে তিলে সুন্দর খুশবুদার বাগান। প্রতিটি ছেলে গর্বকরার মতো আলো ছড়াচ্ছেন দেশ বিদেশে। নাতি নাতনিদের কোঠায় হাফিজ আলেমে সুসজ্জিত নূর পরিবার।
চোখের সামনে অনৈতিক কর্মকান্ড প্রকাশ পেলে অসম্ভব সাহসে তিনি কথা বলতেন প্রতিবাদের ভাষায়। বে’পর্দা মহিলাদেরকে ধমক দিতেন, গান বাজনাসহ নানাবিধ অশুভ আচরণে তিনি কথা বলতেন বীর দর্পে।যেন মর্দে মুজাহিদ।
আল্লাহ তা’আলা মায়া করেছেন, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট পরিবার, পরিবারের আত্মার আত্মীয়রা। নি:সন্দেহে তিনি
আল্লাহর পছন্দের ব্যক্তি ছিলেন,তাঁর কর্মে, মৃত্যুই প্রমাণ।

আজ রবিবার ১৩ রমজান বিকেল ৩.৩০ মিনিটের সময় বড়গোল ময়দানে অনুষ্ঠিতব্য জানাজায় মরহুমের চতুর্থ সাহেবযাদা মাওলানা সৈয়দ নাঈম আহমদের পরিচালনায় জানাজাপূর্ব মুহূর্তে শোকগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা ও
মরহুমের জীবন সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করেন, আযাদ দ্বীনি এদারায়ে তালীম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়খ আব্দুল বাছির সাহেব, সৈয়দপুর দারুল হাদিস মাদরাসার মুহতামীম মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম সাহেব, সৈয়দপুর দরগাহ মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, চৌধুরীবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সৈয়দ আবু আলী, এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা হাফিজ সৈয়দ শামীম আহমদ, পরিবারের পক্ষ থেকে মরহুমের দ্বিতীয় ছেলে মাওলানা সৈয়দ তামীম আহমদ, জনাব আব্দুর সৈয়দ রকিব সাহেব, মাওলানা মুশতাক আহমেদ গাজিনগরী, মাওলানা তৈয়বুর রাহমান, মাওলানা কামরুজ্জামান, মাওলানা আখতারুজ্জামান তালুকদার, মাওলানা মুফতি মুতিউর রাহমান,প্রমুখ। জানাজা পরবর্তী তাঁর অসিয়ত অনুযায়ী পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়েছে, মহান আল্লাহ পাক জান্নাতবাসী করুন, আব্দুন নূরের কবরকে নূর দ্বারা আলোকিত করুন, আমিন।