সিলেটবুধবার , ২৭ জুন ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

আরিফুল হক চৌধুরীর পক্ষেই বিএনপির সিদ্ধান্ত

Ruhul Amin
জুন ২৭, ২০১৮ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অবশেষে বর্তমান মেয়র আরিফুল চৌধুরীকেই দলীয় প্রার্থী হিসেবে ঘোষনা করেছে বিএনপি।
আজ বুধবার দুপুরে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সিলেটের নেতাদের সাথে বৈঠকে দলটির পক্ষ থেকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএনপির দলীয় সুত্র।

সিসিকের প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী সিলেট রিপোর্টকে জানান, আমি দলের প্রতি শ্রদ্ধাশীল। দলীয় সিদ্ধান্তের বাইরে আমার কোন কথা নেই। তিনি বলেন, র্দীঘ দিন যাবত নগরীর জনগনের সুখে দু:খে ছিলাম ,আছি,ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ।
বৈঠকের বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
সিলেটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী, প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কিমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক আজমল বক্ত সাদেক।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ জুলাই সিলেট , বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।