সিলেটবৃহস্পতিবার , ২৭ ডিসেম্বর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছোট ছোট মতভেদ পিছনে রেখে দেশের স্বার্থে ধানের শীষে ভোট দিন: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

Ruhul Amin
ডিসেম্বর ২৭, ২০১৮ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
সিলেট-৫ আসনে জাতীয় ঐক্যফ্্রন্ট ও ২৩ দলীয় জোটের মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, সরকার নৈতিক ভাবে পরাজিত হয়েছে। জনগণ ভোট যুদ্ধে তাদের পরাজিত করবে এটা উপলব্ধি করেই বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্্েরফতার করছে। তিনি বলেন, এই সরকার কখনোও ওয়াদা রক্ষা করেনি। নির্বাচন কমিশন সরকারের পরিপূর্ণ আজ্ঞাবহ প্রতিষ্টানে পরিণত হয়েছে। তাই এই সরকারের প্রতি এদেশের জনগনের কোন আস্থা-বিশ্বাস নেই। অবিশ্বাসী এই সরকারের বিরুদ্ধে সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তোলতে হবে। এজন্য ৩০ তারিখ সারা দেশে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জালেম সরকারের পতন ঘটাতে হবে। তিনি জকিগঞ্জ ও কানাইঘানের সর্বস্থরের জনগনের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, নিজেদের মধ্যকার ছোট ছোট মতভেদ পিছনে রেখে দেশ ও জাতির বৃহত্ত স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বৃহস্পতিবার জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে গ্রেফতারকৃত ২৩ দলীয় জোট নেতাদের পরিবারের সদস্যদের প্রতি সহায়নুভ‚তি জানাতে গিয়ে এসব কথা বলেন। এসময় অন্যান্যের মদ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর জমিয়তের সহসভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দীকী, জমিয়ত নেতা মাওলানা খলিলুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা বিলাল আহমদ ইমরান, মুফতি ইবাদুর রহমান, যুব নেতা মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা সালেহ আহমদ শাহবাগী প্রমুখ।