সিলেটশনিবার , ৩০ মার্চ ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ব্যবসায়ীদের প্রতিবাদ সভা

Ruhul Amin
মার্চ ৩০, ২০১৯ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

সিলেট নগরের বন্দরবাজার ও জেলরোড ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার প্রতিবাদে জেলরোডে শনিবার দুপুর ২টায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বন্দরবাজার ও জেলরোড ব্যবসায়ী সমিতির সভাপতি এ.কে.এম সাইফুদ্দিন লিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা ও সিলেট চেম্বারের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইফতেখার আহমদ সুহেল, সমিতির উপদেষ্টা হাজী ফজলুর রহমান, হাজী খলিলুর রহমান, সিনিয়র সহ সভাপতি খলিউল­াহ দিলীপ, সাধারণ সম্পাদক শাহিদ হোসেন, অর্থ সম্পাদক আব্দুল­াহ আল মামুন, সদস্য আব্দুল মুহিত আরিফ সহ বন্দরবাজার ও জেলরোডে সকল ব্যবসায়ীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, জেলরোড-বন্দরবাজার সড়কে সবসময় যানজট থাকে। লেগুনা স্ট্যান্ডের কারণে ব্যবসায়ীদের মারাত্মক সমস্যা হয়। তারা বলেন- জেলরোড বন্দরবাজার লেগুনা যাত্রী উঠানামা, পার্কিং নিষেধ, লেগুনা স্ট্যান্ড অন্য জায়গায় স্থানান্তর করা, যানযটমুক্ত করতে হবে। অন্যথায় ব্যবসায়ীরা তীব্র আন্দোলনের ডাক দেবে।

এসময় তারা এসব দাবি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে তুলে ধরেন। তখন তাদের দাবির প্রেক্ষিতে মেয়র দুদিনের সময় নেন। এর মধ্যে ব্যবসায়ীদের দাবি পূরণ করার আশ্বাস প্রদান করেন মেয়র।