সিলেটশনিবার , ১১ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কুমারগাওঁ এ মুসল্লীদের বিক্ষোভে হোটেল বন্ধ

Ruhul Amin
মে ১১, ২০১৯ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃ

সিলেটের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকায় কয়েকটি হোটেল বন্ধ করে দিয়েছেন মুসল্লিরা।  শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় শেখপাড়া মসজিদের মুসল্লিরা বের হয়ে হোটেলগুলো বন্ধ করে দেন।

তাদের দাবি, রমজান মাসে দিনের বেলায় এসব হোটেলে খাবার সামগ্রী পরিবেশন করা হচ্ছিল।  তাতে রমজানের পবিত্রতা বিনষ্ট হচ্ছে।  এ কারণে তারা হোটেল মালিকদের অনুরোধ জানিয়ে দোকান বন্ধ করে দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় স্থানীয় কাইয়ুম এবং সুজন নামের দুজন হোটেল বিক্রেতা প্রকাশ্যে খাবার বিক্রি করছিলেন। এজন্য মুসল্লিরা ওই দুই দোকানের জিনিসপত্র ফেলে দেন এবং ভাঙচুরও করেন।

স্থানীয় মুরব্বিরা জানান, রমজানের আগে বাজারের হোটেল ব্যবসায়ীদের দিনের বেলায় খাবার পরিবেশন না করার জন্য অনুরোধ করা হয়েছিল।  এরপরেও তারা খাবার বিক্রি করছিলেন। এ কারণে জুমার নামাজের পর মুসল্লিরা হোটেলগুলো বন্ধ করে দেন।