সিলেটসোমবার , ৩ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ঈদ জামাতে থাকছে কড়া নিরাপত্তা

Ruhul Amin
জুন ৩, ২০১৯ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

সিলেটের শাহী ঈদগাহে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকালে সাড়ে ৮টায়। ইতিমধ্যে ধোয়া, ঝাট– দেয়া, রঙ সহ সকল ধরনের কাজ শেষ হয়েছে। নিরাপত্তার স্বার্থে ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। আইনশৃঙ্খলার বাহিনীর পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে।

ঈদগাহে সকলের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। দেয়া হচ্ছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ঈদের দিন বৃষ্টি থাকলে নামাজে আসার সময় শুধু ছাতা ও জায়নামাজ আনার পরামর্শ দিয়েছেন। এছাড়া অন্যান্য জিনিস আনার জন্য নিরুৎসাহিত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এমনকি সাথে করে মোবাইল না আনারও পরামর্শ দিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

সোমবার দুপুরে শাহী ঈদগাহর ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, শ্রীলংকায় জঙ্গি হামলার পর বিশ্বজুড়ে আতঙ্ক বিরাজ করছিল। কিন্তু পবিত্র ঈদুল ফিতরে সিলেটে এমন কোন আতঙ্ক নেই। তবুও শাহী ঈদগাহসহ যেসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে প্রত্যেকটি জায়গায় পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে।

মঙ্গলবার ঈদের চাঁদ দেখা গেলেই পরদিন মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে। সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শাহী ঈদগাহে।

শাহী ঈদগাহ মোতাওয়াল্লী জহির বকত বলেন, আমাদের সকল কাজ শেষ হয়েছে। পরিস্কার পরিচ্ছন্ন সহ রঙ লাগানোর কাজও শেষ হয়েছে।

তিনি আরও বলেন, রাস্তা পরিস্কারের কাজ এখন বাকি রয়েছে। ঈদগাহে সব থেকে বড় জামাত অনুষ্ঠিত হয় তাই এখানে মানুষের চাপও বেশি থাকে। মাঠ ছেড়ে রাস্তাতে গিয়েও মানুষ নামাজ পড়েন। তাই আমরা প্রতিবার রাস্তাও পরিস্কার করে রাখি। যাতে করে সবাই নামাজ পড়তে পারেন।