সিলেটবুধবার , ২৩ অক্টোবর ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

খুলে দেয়া হয়েছে ঐতিহাসিক কিন ব্রিজ

Ruhul Amin
অক্টোবর ২৩, ২০১৯ ৩:০৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
গত ১ সেপ্টেম্বর থেকে বন্ধ থাকার পর আবারও খুলে দেয়া হয়েছে সিলেট নগরের ঐতিহাসিক কিন ব্রিজ।

প্রায় দুই মাস বন্ধ থাকার পর মঙ্গলবার রাত ৮টায় ব্রিজের দুই পাশের গ্রিল কেটে ব্রিজটি খুলে দেয়া হয়। তবে ব্রিজ দিয়ে কোন ইঞ্জিনচালিত যানবাহন চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কেবল রিক্সা, বাই সাইকেল, ভ্যান ও ঠেলাগাড়ি চলাচল করতে পারবে।

ব্রিজটি খুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজম খান, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র দেওয়ান তৌফিক বক্স লিপন, মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র রোকসানা বেগম শাহনাজ প্রমুখ।

ব্রিটিশ আমলে ১৯৩৬ সালে সিলেট কিন ব্রিজ চালু হয়। তৎকালীন আসামের গভর্নর মাইকেল কিন সুরমা নদীর ওপর লোহার এ ব্রিজটি তৈরি করেন। পরে ব্রিজটির নাম তাঁর নামানুসারে কিন ব্রিজ রাখা হয়। মুক্তিযুদ্ধের সময় ব্রিজটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে এটি সংস্কার করে ফের চালু করা হয়। ব্রিজটি দুর্বল হয়ে পড়ায় অনেক বছর আগেই ব্রিজ দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকে রিকশা এবং হালকা যানবাহন চলাচল করত ব্রিজ দিয়ে। প্রায় দুইমাস সব ধরনের যান চলাচল বন্ধ থাকার পর আজ আবারো ব্রিজটি খুলে দেয়া হল।