সিলেটরবিবার , ১৫ জানুয়ারি ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মেট্রোপলিটন এলাকায় পুলিশ ক্লিয়ারেন্স এখন অনলাইনে

Ruhul Amin
জানুয়ারি ১৫, ২০১৭ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

Police logoস্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন এলাকায় নাগরিকরা অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন।

প্রাথমিকভাবে সিলেট মেট্রোপলিটন ছাড়াও কুমিল্লা ও চাঁদপুর জেলায় পাইলট প্রকল্প হিসেবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামে এ সেবার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। pcc.police.gov.bd- এ ওয়েবসাইটে গিয়ে এ সেবা নেওয়া যাবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ প্রোগ্রাম অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ড এর মাধ্যমে অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন সবাই। বিদেশে যেতে ইচ্ছুক নাগরিকরাও অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পারবেন।

আবেদন কম্পিউটার কিংবা মুঠোফোনে উভয় ধরনের ডিভাইস থেকে করা যাবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় দলিল এবং সরকারি ফি পরিশোধের চালান স্ক্যানের মাধ্যমে আপলোড করা যাবে। কোন এলাকার থানার অফিসার ইনচার্জের (ওসি) স্বাক্ষর, জেলার পুলিশ সুপার এবং মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের (ডিসি) প্রতি স্বাক্ষর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সত্যায়নের জন্য অপেক্ষা করতে হবে। পরে উপরে উল্লেখিত কর্মকর্তাদের কার্যালয়ের ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ কাউন্টার থেকে পুলিশ ক্লিয়ারেন্স সনদ গ্রহণ করবেন আবেদনকারী।