শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৯ অপরাহ্ন

সিলেটে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের নিয়ে “অপসংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।


‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম পিপিএম (সেবা)। এছাড়া স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিন।

‎কর্মশালায় বিচারপতি আব্দুল হাকিম সাংবাদিকতার নৈতিকতা, দায়িত্ববোধ এবং প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ এর প্রাসঙ্গিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি জাতির বিবেকের ভূমিকা পালন করে। তাই এখানে সততা, নৈতিকতা এবং নিরপেক্ষতা সর্বাগ্রে থাকা জরুরি। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে সংবাদ পরিবেশন করতে হবে। সাংবাদিকতার মান বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করাই একজন প্রকৃত সাংবাদিকের দায়িত্ব।”

‎এছাড়া কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর “বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব” বিষয়ে সেশন পরিচালনা করেন। তিনি সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সময় যাচাই-বাছাই, তথ্যের সত্যতা এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

‎প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা মাঠপর্যায়ে কাজ করার সময় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। তারা জানান, অনেক সময় রাজনৈতিক চাপ, প্রশাসনিক জটিলতা বা পেশাগত ঝুঁকির কারণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বাধা সৃষ্টি হয়। এসব সমস্যার সমাধানে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সক্রিয় ভূমিকা কামনা করেন তারা।

‎কর্মশালায় সিলেট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৪০ জন সাংবাদিক অংশ নেন। দিনব্যাপী আলোচনার পর সমাপনী সেশনে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews