সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর জন্য দ্রুত ও আধুনিক সেবা নিশ্চিত করতে ‘GenieA’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে। এসএমপি’র নবনিযুক্ত কমিশনার ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী দায়িত্ব নেওয়ার পরদিনই এ উদ্যোগ গ্রহণ করেন এবং এ বিষয়ে নগরবাসীর উদ্দেশে খোলাচিঠি প্রকাশ করেন।
বৃহস্পতিবার(১১ সেপ্টেম্বর) বিকেলে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কমিশনার জানান, অক্টোবর মাসের শুরুতেই অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। তার মতে, সময়ের সঙ্গে অপরাধের ধরণ পরিবর্তিত হচ্ছে, তাই প্রযুক্তি নির্ভর কার্যক্রম ছাড়া নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।
‘GenieA’ অ্যাপে এক ক্লিকেই পাওয়া যাবে জরুরি পুলিশি সহায়তা। থাকবে লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিং, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা সেবা। ভবিষ্যতে এতে শিশু অপহরণ প্রতিরোধ ব্যবস্থা, ঘরোয়া সহিংসতা প্রতিরোধ, ড্রোন নজরদারি, আইনি সহায়তা এবং ব্লকচেইনভিত্তিক প্রমাণ সংরক্ষণের মতো সুবিধাও যুক্ত হবে।
কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন,
“সিলেটকে নিরাপদ, স্মার্ট ও আধুনিক নগরী গড়ে তুলতে শুধু পুলিশের নয়, নাগরিকদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এই শহর আমাদের সবার, তাই যৌথ প্রচেষ্টাতেই গড়ে উঠবে এমন এক সিলেট যেখানে শিশুরা নিরাপদে স্কুলে যাবে, নারী-পুরুষ সমানভাবে নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘GenieA’ সিলেটবাসীর আস্থা ও নিরাপত্তার নতুন দিগন্ত খুলে দেবে।