সুনামগঞ্জে জমিয়তের নেতৃবৃন্দ মুশতাক গাজীনগরীর হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার দুপুর বারোটায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা জমিয়তের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, হত্যাকাণ্ডের ২০ দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত হত্যার প্রকৃত কারণ উদঘাটন করতে পারেনি প্রশাসন। এজাহারভুক্ত একমাত্র আসামিকে রিমান্ডে নিলেও কোনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি, যা গভীর হতাশা সৃষ্টি করছে। বর্তমান প্রযুক্তির যুগে মূল রহস্য উদঘাটন করা মোটেই কঠিন হওয়ার কথা নয়।
সুনামগঞ্জে জমিয়তের নেতৃবৃন্দ মুশতাক গাজীনগরীর হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার(২১ সেপ্টেম্বর) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির হল রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা জমিয়তের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
তিনি আরও বলেন, খুনিরা এখনও শনাক্ত বা গ্রেফতার না হওয়ায় জনমনে নানা প্রশ্ন ও সন্দেহ তৈরি হয়েছে। পরিস্থিতি গভীর উদ্বেগের কারণ। তদন্তে ধীরগতি এবং দৃশ্যমান অগ্রগতি না থাকায় প্রশাসনের প্রতি আস্থাহীনতা তৈরি হচ্ছে। ন্যায় বিচার প্রতিষ্ঠা না হলে জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে, এবং এতে কোনো সমস্যা হলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
সংবাদ সম্মেলনে নিম্নলিখিত দাবিগুলো উপস্থাপন করা হয়:
এছাড়া, সংবাদ সম্মেলনে আগামী কর্মসূচি ঘোষণা করা হয়:
২২ সেপ্টেম্বর সোমবার: দিরাই উপজেলায় বিক্ষোভ মিছিল
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার: সদর উপজেলা শহরে বিক্ষোভ মিছিল
২৪ সেপ্টেম্বর বুধবার: শান্তিগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল
মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী বলেন, যদি প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখা যায়, তবে সুনামগঞ্জের শীর্ষ আলেমদের সঙ্গে বৃহত্তর গণআন্দোলন, প্রয়োজনে হরতাল ও অবরোধের কর্মসূচি নেওয়া হবে।