সিলেটবুধবার , ১৯ এপ্রিল ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম : দুদকের তদন্ত টিম সিলেটে

Ruhul Amin
এপ্রিল ১৯, ২০১৭ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন সদস্যের প্রতিনিধি দল।

বুধবার (১৯ এপ্রিল) সকালে দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন এর নেতৃত্বে ঢাকা থেকে সিলেটে আসেন উপ-পরিচালক ইঞ্জিনিয়ার আবদুর রহিম ও সহকারী পরিচালক সেলিনা আক্তার মনি।

সকালে প্রতিনিধি দল বিভাগীয় কমিশনার নাজমান আরা খানুমের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করে তথ্য উপাত্ত সংগ্রহ করেন। এসময় সাথে ছিলেন দুদক সিলেটের পরিচালক শিরীন পারভিন। পরে তারা সিলেট পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাইকে জিজ্ঞাসাবাদ করেন। সেখানে প্রায় তিন ঘন্টা ধরে হাওর রক্ষা বাঁধের বিভিন্ন প্রকল্পের নথি সংগ্রহ করেন।

আজ (বুধবার) বিকেলে সুনামগঞ্জের বিভিন্ন হাওর এলাকার মানুষের সাথে কথা বলবেন এবং প্রকল্প গুলির বিষয়ে খোজ খবর নেবে প্রতিনিধি দলটি।

সিলেটের পানি উন্নয়ন বোর্ড এর কার্যালয় থেকে বের হয়ে প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বেলাল হোসেন সাংবাদিকদের জানান , তাঁরা প্রকল্পের যেসব নথিপত্র সংগ্রহ করেছেন, তা মিলিয়ে দেখবেন। দুর্নীতির প্রমান পেলে কাউকে ছাড় দেয়া হবে না।