শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

সিলেটে পুলিশি সেবায় নতুন উদ্যোগ: GenieA অ্যাপ উদ্বোধন

  • সিলেট রিপোর্ট ডেস্ক: প্রকাশিত হয়েছে— বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন মোবাইল অ্যাপ GenieA উদ্বোধন করা হয়েছে। বুধবার (১লা অক্টোবর) এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে এই অ্যাপের উদ্বোধন করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

পুলিশ কমিশনার জানান, GenieA অ্যাপটি গুগল প্লে-স্টোর এবং iOS থেকে ডাউনলোড করা যাবে। প্রথম ধাপে ১৬ অক্টোবর থেকে মোগলাবাজার থানায় চালু করা হবে এবং ধাপে ধাপে অন্যান্য থানায়ও এটি সম্প্রসারিত হবে।

অ্যাপের মূল ফিচারগুলো হলো:

পুলিশ সহায়তা চাওয়া: বিপদের সময় অ্যাপের এসওএস বাটনে চাপ দিলে স্বয়ংক্রিয়ভাবে কন্ট্রোল রুমে তথ্য পৌঁছাবে। এরপর দায়িত্বপ্রাপ্ত পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছাবে।

ইনসিডেন্ট রিপোর্টিং: নাগরিকরা কোনো অপরাধীর তথ্য সরাসরি পাঠাতে পারবেন। চাইলে শুধুমাত্র পুলিশ কমিশনারকে দেখানোর অপশনও থাকবে।

পুলিশ কমিশনার আরও জানান, অ্যাপের মাধ্যমে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার কার্যক্রম শক্তিশালী হবে। ভবিষ্যতে অ্যাপের অন্যান্য ফিচারগুলো চালু করা হবে, যেমন:

সিসিটিভি মনিটরিং ও AI-ভিত্তিক অ্যানালাইসিস

শহরব্যাপী ড্রোন নজরদারি

স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা

ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে সাক্ষ্যপ্রমাণ সংরক্ষণ

নাগরিকদের মতামত ও আলোচনার সুযোগ

AI-ভিত্তিক আইনি সহায়তা ও মামলা প্রস্তুতি

অন্যান্য জরুরি সেবা সংস্থার সঙ্গে সমন্বয়

দুর্ঘটনার তথ্য ফায়ার সার্ভিসে প্রেরণ

ক্রাইম হিট ম্যাপ, ট্রাফিক ফাইন, ইমারজেন্সি অ্যাম্বুলেন্স, সাইবার বুলিং প্রতিরোধ ইত্যাদি

তিনি উল্লেখ করেন, মোট প্রায় ১৬টি ফিচার সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে, যা ধাপে ধাপে চালু হবে।

পুলিশ কমিশনার নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নাগরিকরা আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন। আমরা মানবিক পুলিশের স্বপ্ন দেখছি।”

উদ্বোধনী অনুষ্ঠানে এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো খবর
Theme Customized By BreakingNews