সিলেটশুক্রবার , ৭ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মাকতাবাতুল আযহার ও কালান্তর প্রকাশনীর উদ্বোধন রোববার

Ruhul Amin
জুলাই ৭, ২০১৭ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: দেশের অন্যতম ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান ‘মাকতাবাতুল আযহার’ সিলেটে শাখা খুলেছে। আগামী ৯ জুলাই রোব বার বাদ আসর এটি ও কালান্তর প্রকাশনী উদ্বোধন করা হবে। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মাকতাবাতুল আযহারের সত্বাধিকারী মাওলানা ওবায়দুল্লাহ আযহারী, সিলেট দরগাহ মাদরাসার মুফতি ও শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক। এছাড়াও সিলেটের বরেণ্য ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সিলেটের হাজী কুদরত উল্লাহ মার্কেটের ২য় তলায় মাকতাবাতুল আযহারের এ শাখা উদ্বোধন হতে যাচ্ছে। মাকতাবাতুল আযহার সিলেট শাখার স্বত্বাধিকার মাওলানা আবুল কালাম আজাদ সিলেট রিপোর্টকে জানান, শাখাকেন্দ্রটিতে শুধু আযহারের প্রকাশনা বা পরিবেশনকৃত বই নয়; সিলেবাসের অন্তর্ভুক্ত দেশি-বিদেশি সবধরণের কিতাব-বই অত্যন্ত সুলভ মূল্যে পাইকারি ও খুচরা দামে বিক্রি করা হবে।
উল্লেখ্য, মাকতাবাতুল আযহার দেশের অন্যতম ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান। সম্প্রতি একসময়ের চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর জীবনভিত্তিক বই ‘হ্যাপী থেকে আমাতুল্লাহ’ প্রকাশ করে দেশে বিদেশে আলোচিত হয়েছে।এছাড়া সিলেটের নবীন-প্রবীন লেখকদের বই পুস্তক প্রকাশের জন্য তাদের বিশেষ উদ্দোগ ব্যবসায় নতুন মাত্রা যোগহবে বলে সংশ্লিষ্টদের ধারনা।