সিলেটশনিবার , ২২ জুলাই ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ইরানে বন্দি মার্কিন নাগরিকদের মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

Ruhul Amin
জুলাই ২২, ২০১৭ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :
ইরানকে হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের কারাগারে আটক সব মার্কিন নাগরিককে মুক্তি না দিলে তেহরানকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে।

গতকাল শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়েছে, ১০ বছর ধরে ইরানের কারাগারে আটক রবার্ট লেভিনসনকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া, ওবামা প্রশাসনের সময় আটক সিয়ামাক ও বাকের নামাযিসহ ইরানে আটক সমস্ত মার্কিন নাগরিকের মুক্তি দাবি করা হয়েছে এ বিববৃতিতে।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই’র সাবেক এজেন্ট লেভিনসন ইরানের দক্ষিণাঞ্চলীয় কিশ দ্বীপ থেকে ২০০৭ সালে নিখোঁজ হয়েছিলেন বলে যুক্তরাষ্ট্র দাবি করে আসছে। কিন্তু ইরান বলছে, এ নামে কোনো ব্যক্তি তেহরানের কাছে আটক নেই বরং তার ভাগ্যে কী হয়েছে সে বিষয়ে খোঁজখবর নিয়ে সহযোগিতা করতে রাজি আছে ইরান।মার্কিন সরকার লেভিনসনের বিষয়ে তথ্য দেয়ার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।

মার্কিন এ এজেন্ট বেসরকারিখাতে গোয়েন্দাবৃত্তিতে নিযুক্ত ছিলেন বলে যুক্তরাষ্ট্র দাবি করলেও ২০১৩ সালে তার পরিবার থেকে বলা হয়- লেভিনসন সিআইএ’র হয়ে গুপ্তরচরবৃত্তিতে লিপ্ত ছিলেন।