সিলেটশুক্রবার , ৪ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাব’র অভিযানে দক্ষিণ সুরমায় ২ ও সুনামগঞ্জে ১ জন আটক

Ruhul Amin
আগস্ট ৪, ২০১৭ ৩:০৪ অপরাহ্ণ
Link Copied!

 
 সিলেট রিপোর্ট:
 গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এসএমপির মোগলাবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে।  অভিযানে কুচাই পশ্চিম পাড়া বাজারের রাস্তার উপর হইতে  ক। ইয়াবা ট্যাবলেট-১২০ পিস, খ। হেরোইন-১৯ গ্রাম, গ। গাঁজা-২৫ গ্রামসহ ০২ (দুই) জন মাদক স¤্রাজ্ঞীকে গ্রেফতার করে র‌্যাব-৯। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা যথাক্রমে- ১। মোছাঃ শাকিলা বেগম (৩৭), স্বামী-ফজলু মিয়া, গ্রাম-কুচাইগ্রাম লাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট, ২। মোছাঃ সুমি বেগম (২২), স্বামী-ইলিয়াস মিয়া, গ্রাম-মাসুক বাজার, সোয়েব আলী মেম্বারের বাড়ী, থানা-জালালাবাদ, জেলা-সিলেট। উল্লেখ্য, তারা দুজনের সম্পর্ক মা এবং মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা ভারতের সীমান্ত এলাকা থেকে বিভিন্ন নিষিদ্ধ মাদক দ্রব্য ক্রয় করে নিজ হেফাজতে মজুত রাখে এবং পরবর্তীতে তার গড়ে তোলা মাদক নেটওয়ার্কের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের আড়ালে ক্রয়কৃত বিভিন্ন ধরনের মাদক সিলেট জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে বলে জানায়। উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সুনামগঞ্জের থেকে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী জয়নালকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। ৩ আগষ্ট ২০১৭ ইং তারিখ ২২৩০ ঘটিকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুনামগঞ্জ জেলার সদর থানাধীন মঙ্গলকাটা বাজার এলাকায় ওয়ারেন্টভূক্ত একজন আসামী অবস্থান করছে, এমন সংবাদ প্রাপ্ত হয়ে র‌্যাব-৯, এর নিয়মিত আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে উক্ত বাজারে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত আসামী গ্রেফতার এড়ানোর লক্ষ্যে অন্যত্র পালিয়ে যাওয়ার চেষ্টার প্রাক্কালে সঙ্গীয় ফোর্সদের সহায়তায় অভিযুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ জয়নাল আবেদীন (৩৫), পিতা-মৃত-ঝাড়– মিয়া, গ্রাম-ইসলামপুর পূর্বপাড়া, থানা-সদর, জেলা-সুনামগঞ্জ। উল্লেখ্য যে, গত ০৩/০১/১৭ তারিখে র‌্যাবের অভিযানে উক্ত আাসমী তার দখলে থাকা ১৮৭ বোতল ভারতীয় অফির্সাাস চয়েস মদ ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত অপরাধের কথা স্বীকার করে। জয়নালকে গ্রেফতার করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। গ্রেফতারকৃত আসামী জয়নালকে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।