সিলেটসোমবার , ১৪ আগস্ট ২০১৭
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে দুইটি ট্রলি ভর্তি ভেজাল গুড়ো মসলাসহ গ্রেফতার-৪

Ruhul Amin
আগস্ট ১৪, ২০১৭ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ দুইটি ট্রলি ভর্তি ভেজাল গুঁড়ো মসলাসহ ৪ জনকে গ্রেফতার করেছে। পরে রোববার বিকেলে ভ্রাম্যমান আদালত মাধ্যকে প্রত্যেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের ইছন আলীর ছেলে লিটন মিয়া (৩৫), গোলাব আলীর ছেলে সুহেল মিয়া (২২), রাণীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের ছাবু মিয়া ছেলে রাসেল মিয়া (২৫) ও একই গ্রামের ফুলকাছ মিয়ার ছেলে সিজিল মিয়া (২০)। ভ্রাম্যমান আদালতের বিচারক ছিলেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামিম আল ইমরান।
তথ্য নিয়ে জানা যায়, রোববার সকালে জগন্নাথপুর পৌরশহরের হেলিপ্যাড এলাকা থেকে জগন্নাথপুর থানার এস,আই লুৎফুর রহমান দুইটি ট্রলি ভর্তি ভেজাল গুড়ো মসলাসহ ৪জনকে আটক করেন। রোববার বিকেলে ভ্রাম্যমান আদালতের বসিয়ে ৪ জনকে জনপ্রতি ৫ হাজার টাকা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। জব্দকৃত ভেজাল মালামালগুলো ধ্বংস করা হয়েছে।