সিলেটশুক্রবার , ২ মার্চ ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মোগলাবাজারের তাওহীদি জনতার বিক্ষোভ মিছিল

Ruhul Amin
মার্চ ২, ২০১৮ ২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

তাহমীদ হাসান, দক্ষিণ সুরমা থেকে: গত ২৬শে ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে সিলেটের জৈন্তাপুরে ভন্ড আটরশীর একটি ওয়াজ মাহফিলে হরিপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সালামকে দাওয়াত করে নিয়ে সু-পরিকল্পিত ভাবে হত্যা চেষ্টা ও হরিপুর মাদ্রাসা ছাত্র শহীদ মুজ্জাম্মিল আলীকে অন্যায়ভাবে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার বাদ আছর দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে মোগলাবাজারের সর্বস্থরের তাওহীদি জনতার ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা প্রশাসনের কাছে শহীদ মুজ্জাম্মিল হত্যাকারীদের বিচারে জোর দাবী জানান এবং বক্তারা কঠিন হুশিয়ারী দিয়ে বলেন, অবিলম্বে যদি শহীদ মুজ্জাম্মিল হত্যার বিচার না হয়, তাহলে আমরা তাওহীদি জনতা আর ঘরে বসে থাকবো না, মুরব্বীদের নির্দেশে আমরা সিলেটের সকল বিদআতী-ভন্ডের আস্তানা উচ্ছেদ করেই ছাড়বো, শাহজালালের পূন্যভুমি এই সিলেটে কোনও ভন্ড মাজারপূজারী, আটরশীর জায়গা হবেনা, যেখানেই ভন্ডের আস্তানা থাকবে সেখানেই আগুন ঝালিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। দক্ষিণ সুরমা উপজেলা ছাত্র জমিয়তের জয়েন্ট সেক্রেটারি কে এম তাহমীদ হাসান’র সঞ্চালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হেলাল আহমদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাফিজ আহমদ কবীর খলীল। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা আজিজুর রহমান, খেলাফত মজলিস মোগলাবাজার ইউ/পি সেক্রেটারি হাফিজ আবদুল খালিক, মাওলানা আবদুর রউফ, যুবনেতা মাওলানা কবির আহমদ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা জাহাঞ্জির আলম লকুজ, মাওলানা ফয়জুর রহমান, মাওলানা ইমাম উদ্দীন, ছাত্রনেতা হাফিজ আবু বকর মাশহুদ, হাফিজ আহমেদ সাঈদ, ছাত্র মজলিস মোগলাবাজার থানা সেক্রেটারি রাশিদুর রহমান মাহমুদাবাদী, ইউসুফ হামিদী, উপজেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, আবদুস সালাম প্রমুখ নেতৃবৃন্দ। আগামী দিনের সকল কর্মসুচী বাস্তবায়নে সহযোগিতা আহবান করে মাওলানা হেলাল আহমদ’র মুনাজাতের মাধ্যমে প্রতিবাদ সভার সমাপ্তি ঘটে।