সিলেটবুধবার , ২৯ আগস্ট ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে পুলিশের বিশেষায়িত দল সিআরটির কাজ শুরু

Ruhul Amin
আগস্ট ২৯, ২০১৮ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম ও রাজশাহীর পর এবার সিলেট নগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পুলিশের বিশেষায়িত টিম ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।

বুধবার দুপুরে সিলেট পুশিল লাইনে অনুষ্ঠানিক মহড়ার মাধ্যমে কাজ শুরু করে পুলিশের বিশেষায়িত এ টিম।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, সি.আর.টি এই বিশেষ দলটি জঙ্গিদমন, মাদক-চোরাচালান প্রতিরোধসহ বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় কাজ করবে। ২৪ সদস্যের বিশেষ এ দলটি ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও জর্ডানে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছেন।

যেকোনো পরিস্থিতিতে সাহসিকতার সাথে পদক্ষেপ নেয়া, অস্ত্র পরিচালনা, জঙ্গিদমন, মাদক ও চোরাচালানিদের গ্রেপ্তার অভিযান, সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানসহ তাদেরকে নানা বিষয়ে প্রশিক্ষণ দেন যুক্তরাষ্ট্র ও জর্ডানে প্রশিক্ষক দল।

সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) শাহরিয়ার আল-মামুন সিআরটির নেতৃত্ব দিচ্ছেন। টিম লিডার হিসেবে রয়েছেন সহকারী পুলিশ কমিশনার আহমেদ পিয়ার ও মুনাদির ইসলাম চৌধুরী।

বিশেষায়িত এই টিমে রয়েছেন, দুইজন পুলিশ পরিদর্শক, ছয়জন উপ-পরিদর্শক, দুইজন সহকারী উপ-পরিদর্শক, দুইজন নায়েক ও নয়জন কনস্টেবল।

সিলেট সিআরটির প্রধান ও অতিরিক্ত উপ-কমিশনার শাহরিয়ার আল মামুন জানান, পুণ্যভূমি সিলেটকে জঙ্গি, মাদক, চোরাচালান ও সন্ত্রাসমুক্ত রাখতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে। এজন্যে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এই টিম গড়ে তোলা হয়েছে। নগরবাসীর শান্তির জন্যই এই পদক্ষেপ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, সোয়াতের আদলেই বিশেষায়িত এই টিমটি গড়ে তোলা হয়েছে। এই টিমের কাজ হলো জঙ্গি, মাদক, সন্ত্রাস, চোরাচালান প্রতিরোধ করা। মোস্ট ওয়ান্টেড আসামি গ্রেপ্তারেও এই টিম কাজ করবে বলে জানান পুলিশ কর্মকর্তা পরিতোষ।