সিলেটবুধবার , ২৪ অক্টোবর ২০১৮
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঐক্যফ্রন্টের সমাবেশের দিনে মাঠে আওয়ামী লীগ

Ruhul Amin
অক্টোবর ২৪, ২০১৮ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের দিনে সিলেটে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারপত্র নিয়ে মাঠে রয়েছে। বুধবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে সিলেট নগরের কোর্ট পয়েন্ট থেকে প্রচারপত্র বিলি শুরু করে দলটি।
এসময় নেতৃবৃন্দ গআওয়ামী লীগ সরকারের উল্লেখযোগ্য কর্মকান্ডগুলো জনগণের কাছে তুলে ধরেন এবং আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থীর পক্ষে ভোট চান।

পরে এক বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বঅহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা এক সময় আওয়ামী লীগেরই লোক ছিলো। তারা দেশে বিভ্রান্তি ছড়ানোর কারণে আওয়ামী লীগ তাদেরকে বিতাড়িত করেছে। তাই তারা মনের দু:খে এবার গঠন করেছেন ঐক্যফ্রন্ট। তবে তারা জনবিচ্ছিন্ন। আর জনবিচ্ছিন্নদের নিয়ে ঐক্যফ্রন্ট করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ, আজাদুর রহমান আজাদসহ সিলেট আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।