সিলেটমঙ্গলবার , ৮ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ১৩ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

Ruhul Amin
নভেম্বর ৮, ২০১৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:
সিলেট জেলা এখন বাল্যবিয়েমুক্ত। সিলেটের ১৩টি উপজেলাকে পর্যায়ক্রমে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর আরামবাগের একটি কনভেনশন সেন্টারে সিলেট জেলাকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা করা হয়েছে। মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এনএম জিয়াউল আলম সিলেট জেলাকে বাল্যবিয়েমুক্ত হিসেবে ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার কাজী মো. জামাল উদ্দিন।
উল্লেখ্য, সিলেট জেলায় নিবন্ধিত কাজী বা পুরোহিত ছাড়া যারা বিয়ে পড়িয়ে থাকেন, যেমন- মসজিদের ইমাম, পুরোহিত, এসব ব্যক্তিদের ডাটাবেজ তৈরী করা হয়েছে। যেখানে বিয়ে পড়ান এমন ৫২০ জন ব্যক্তির তথ্যাবলি রয়েছে। বাল্যবিয়ের কুফল সম্পর্কে তাদেরকে অভহিত করা হয়েছে। এছাড়া বাল্যবিয়ে পড়ালে আইনগত শাস্তির বিষয়টিও জানানো হয়েছে।