সিলেটরবিবার , ২৩ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ঝড়ে মন্দিরের প্যান্ডেল ভেঙে নিহত ১৪

Ruhul Amin
জুন ২৩, ২০১৯ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট ডেস্ক
ভারতে প্রচণ্ড ঝড়ে মন্দিরের প্যান্ডেল ভেঙে অন্তত ১৪ জন নিহত হয়েছে।

রোববার রাজস্থানের বারমেড় এলাকার রাণী ভাটিয়ানি মন্দিরে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে ৫০ জন।

খবরে বলা হয়, রাজস্থানের রাজধানী জয়পুর থেকে ৫০০ কিলোমিটার দূরে বারমেড়ের রাণী ভাটিয়ানি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বহু মানুষ জমায়েত হয়েছিল। প্রচণ্ড ঝড়বৃষ্টিতে মন্দিরের অস্থায়ী প্যান্ডেল ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৫০।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

হতাহতের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান রাজস্তানের জেলা প্রশাসক। আহতদের বালোত্রা এবং জোধপুরে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী বলেছেন, রাজস্থানের বারমেড়ে প্যান্ডেল ভেঙে পড়ার ঘটনা দুর্ভাগ্যজনক। স্বজন হারানো পরিবারগুলির প্রতি আমার সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।